বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ০০:০০ টা
কথোপকথন

অভিনয় আমার ভালোবাসার জায়গা

অভিনয় আমার ভালোবাসার জায়গা

দেশীয় চলচ্চিত্রের অন্যতম চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ঢাকাই সিনেমার পাশাপাশি টলিউডের ছবিতেও কাজ করেছেন তিনি। রয়েছে নিজস্ব প্রযোজনা সংস্থাও। সম্প্রতি বেশ কিছু চলচ্চিত্র নিয়ে ব্যস্ত। তার সঙ্গে সমসাময়িক কাজ নিয়ে কথা বলেছেন- পান্থ আফজাল

 

অপেক্ষার প্রহর ফুরাল। আসছে ময়ূরাক্ষী...

হ্যাঁ, প্রকাশ পেয়েছে ময়ূরাক্ষী সিনেমার পোস্টার। আর ২২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে রাশিদ পলাশ নির্মিত ‘ময়ূরাক্ষী’।

 

ময়ূরাক্ষীর গল্পের প্লট কী নিয়ে?

সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত। একই সঙ্গে গল্পটি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ভিতরের একটা প্লট। একটু অন্যরকম ধাঁচের। শোবিজ অঙ্গনের মানুষের সম্পর্কের টানাপড়েনও দেখা যাবে এই ছবিতে। এই টাইপের ছবি এখানে আগে কখনো হয়নি। দর্শক পছন্দের সব কিছু আছে এই ছবিতে।

 

শুনেছি এটি প্রেমের গল্প...

হ্যাঁ, এটি মূলত প্রেমের গল্প। তবে গল্পের প্রয়োজনে বিমান ছিনতাইয়ের ঘটনাও থাকবে।

 

অন্য এক ববিকে দর্শক দেখবে কি ছবিতে?

এই সিনেমার চরিত্রটি আমার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং একটি চরিত্র। অনেকটা প্রস্তুতি নিয়েই এই ছবির শুটিং করেছি। নিজেকে চরিত্রের মাঝে ধরে রাখতে ওই সময়টাতে অন্য কোনো কাজ করিনি। নিজেকে নতুন লুকে হাজির করেছি। আশা করি, দর্শক নতুন এক ববিকেই দেখতে পাবেন।

 ‘মাস্টারমাইন্ড’ নামে নতুন আরেকটি সিনেমা করছেন... সবকিছু চূড়ান্ত না হলে বেশি কিছু বলতে পারছি না। তবে প্রাথমিকভাবে কথাবার্তা হয়েছে। চুক্তিবদ্ধ হওয়ার পর ঘোষণা দেওয়া যাবে।

 

বিপরীতে শাকিব খান কি নিশ্চিত?

তার সঙ্গে আলোচনা হয়েছে। প্রাথমিক কথাবার্তায় মনে হয়েছে তিনি রাজি আছেন।

 

মাস্টারমাইন্ড-এর শুটিং কোথায় হবে?

ছবিটি বড় বাজেটের। প্রাথমিকভাবে প্ল্যান রয়েছে দুবাই, বালি ও বাংলাদেশে শুটিং করার।

 

লন্ডনে দুটি সিনেমার শুটিং করেছেন। সেগুলোর আপডেট কী?

‘বেঈমান’ ও ‘নাইট ইন লন্ডন’। শুটিং শেষ। দুটি সিনেমাই পরিচালনায় মিনহাজ কিবরিয়া। মুক্তির অপেক্ষায় রয়েছে।

 

আর মেঘনা কন্যা?

সিনেমাটির কাজ শেষ। ফুয়াদ চৌধুরীর পরিচালনায় ছবিটি।

 

কলকাতায় গিয়েছিলেন। নতুন কোনো কাজের খবর রয়েছে কি?

বেশ কয়েকটি ছবির ব্যাপারে মিটিং হয়েছে। তবে এখনই সব বলতে চাই না। চমক হিসেবেই থাক।

 

চলচ্চিত্র ও ওটিটি- কোনটিতে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যের?

সময়ের সঙ্গে অনেক কিছু মানিয়ে চলতে পারাটাই উত্তম। ওটিটি এখন সময়ের প্রয়োজনে। এরপর হয়তো আরও বেটার কিছু আসবে। তবে সিনেমা হল এবং সিনেমা- এটা আমার কাছে ম্যান্ডেটরি। এটা লং লাস্টিং, এটা থাকবে সব সময়। ফিল্ম, অভিনয় আমার ভালোবাসার জায়গা। আমি দিন শেষে সিনেমাটাই করতে চেয়েছি।

 

সর্বশেষ খবর