শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ০০:০০ টা
কথোপকথন

আমি যা-ই করি, মানুষ স্বাগত জানিয়েছে

শোবিজ প্রতিবেদক

আমি যা-ই করি, মানুষ স্বাগত জানিয়েছে

জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বরাবরই তাঁর গ্লামারস উপস্থিতি সবাইকে মুগ্ধ করে। স্টেজ পারফরম্যান্সের পাশাপাশি তিনি গানেও বেশ পারদর্শী। তাঁর সঙ্গে সাম্প্রতিক কাজ ও বিভিন্ন বিষয় নিয়ে কথা হলো-

 

সুড়ঙ্গর আইটেম গানে পারফর্ম করে আলোচনায়। বিষয়টি নিয়ে কতটা উচ্ছ্বসিত?

খুবই ভালো লাগছে যে, দর্শক পছন্দ করেছেন। প্রথমে টিজার প্রকাশ্যে আসার পর থেকেই গানটি নিয়ে দর্শকমনে আগ্রহ জন্মেছিল। এরপর তো পুরো গানটি নিয়েও বেশ হইচই হচ্ছে।

 

যদিও প্রথমে এ কাজটি করতে মোটেই আগ্রহী ছিলেন না...

হ্যাঁ, প্রথমে রাজি ছিলাম না। প্রস্তাবটি পাওয়ার পর দুই সপ্তাহ পরে মত দিই।

 

রাজি না হওয়ার কারণটা কী ছিল?

প্রস্তাব যখন পাই তখন গানটি আমার পছন্দ হয়নি। এ কারণে প্রথমে তাদের না করে দিই। দুই সপ্তাহ পর তারা আবারও আমার কাছে আসে। জানায়, এ গানটি যেভাবে পরিকল্পনা করা হয়েছে, সেখানে আমাকেই প্রয়োজন। তারপর তাদের কিছু শর্ত দিই। গানটির জন্য আমি যা যা চেয়েছি, পেয়েছি। আসলে আমি গানের ক্ষেত্রে সব সময়ই পর্দায় নিজেকে চকচকে দেখে অভ্যস্ত। তাছাড়া ভালো কাজের ক্ষেত্রে আমি আপস করি না।

 

আইটেম গার্ল শব্দটি নিয়ে অভিমত কী?

প্রত্যেক শিল্পীই একেকজন পারফর্মার। অথচ ‘আইটেম গার্ল’ শব্দ জুড়ে দিয়ে মেয়েদের বিশেষায়িত করা হয়। এ সময়ে এসে আমরা কাউকে ‘আইটেম গার্ল’ বলতে পারি না। এ ধরনের গানে কিন্তু ছেলেদেরও দেখা যায়। তাদের তো কেউ ‘আইটেম বয়’ বলে না। তাহলে মেয়েদের ক্ষেত্রে কেন বলা হবে?

 

স্টেজে ড্যান্স পারফরম্যান্স, কেমন লাগে?

ভালো। ওপার বাংলায় অনেক শো করি। স্টেজে ড্যান্স পারফরম্যান্স খুবই ইনজয় করি।

 

খোলামেলা ছবি নিয়েও তো অনেকে সমালোচনা করেন...

কারও নেতিবাচক মন্তব্যে গুরুত্ব দিই না। দিনশেষে কাজটাই আসল।

 

ওপারে বিবাহ অভিযান কেমন গেল?

সবমিলিয়ে ভালোই। এ বছর এটাই আমার প্রথম সিনেমা। তাই ভালো লাগাটাও একটু বেশি।

 

নতুন সিনেমা...

বাবা যাদবের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। আর কলকাতায় একাধিক নতুন সিনেমার কাজ নিয়ে কিছুটা ব্যস্ত। কিছু কাজ শেষ ও কিছুর শুটিং শুরু হবে।

 

ফুটবল ৭১পারাপার...

কাজ শেষ। সামনে আসবে।

 

বুঝি না তো তাই-এ সাড়া কেমন?

দুই মাসে সাড়ে ৭ মিলিয়ন মানুষ দেখেছে। ভালোই তো। আসলে আমি যা-ই করি, মানুষ স্বাগত জানিয়েছে- সেটা বাণিজ্যিক সিনেমা বা ভিন্নধারার সিনেমা, স্টেজ পারফরম্যান্স বা গান।

সর্বশেষ খবর