সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সোহেল রানার আক্ষেপ

 শোবিজ প্রতিবেদক

সোহেল রানার আক্ষেপ

চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক ও জনপ্রিয় নায়ক সোহেল রানা। দীর্ঘদিন ধরে অভিনয় জগৎ থেকে দূরেই রয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে চলচ্চিত্রের নানান বিষয় নিয়ে কথা বলেন বরেণ্য এ অভিনেতা। গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বিমানবন্দরে গেলে তাঁকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। বর্তমানে চলচ্চিত্রে যারা কাজ করছে তাদের বেশির ভাগই অকাজ করছে জানিয়ে সোহেল রানা বলেন, এখন যারা কাজ করছে তারা কাজের চেয়ে অকাজই বেশি করছে। আমার দেখা মতে তো ভালো কিছু দেখছি না। দু-চারটা ছেলে যারা কাজ করছে তারা বাবার টাকায় কাজ করছে। বর্তমানে যাদেরকে সরকার থেকে টাকা দেওয়া হচ্ছে, আপনারা সেই তালিকাটা বের করে দেখেন, তারা কয়জন চলচ্চিত্র জগতের লোক। তারা সিনেমা সম্পর্কে কী জানে। তাদেরকে বাংলাদেশের টাকা দেওয়া হচ্ছে কিন্তু কেন? চলচ্চিত্র জগতের কোন কমিটি দিচ্ছে? অনেক আক্ষেপ নিয়ে তিনি বলেন, আমি দেশের জনগণের প্রিয় এবং  সর্বশ্রেষ্ঠ নায়কদের একজন, বিমানবন্দরে গেলে আমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। বাইরে থাকলে অনেক সাধারণ মানুষই আছে যারা দেখার মধ্যে ভদ্রতাটুকু বজায় রাখতে পারে না, গায়ের ওপরে এসে পড়ে। আমাদের সেটাই সহ্য করতে হয়। আমরা ভিআইপি না। আমি একজন মুক্তিযোদ্ধা, বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত একজন অভিনেতা, এমনকি আজীবন সম্মাননাও পেয়েছি। তবুও আমি ভিআইপি না।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর