মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

শোবিজ প্রতিবেদক

কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

পঞ্চমবারের মতো কলকাতার নন্দনে শুরু হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। ২৮ জুলাই থেকে শুরু হবে চার দিনব্যাপী এই উৎসব। এবারের আয়োজনে প্রদর্শনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে ৪৫টি সিনেমা। এর মধ্যে রয়েছে ৩৮টি পূর্ণদৈর্ঘ্য, পাঁচটি প্রামাণ্যচিত্র ও দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রাথমিক এই তালিকায় সর্বশেষ কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘লাল শাড়ি’ ও ‘প্রহেলিকা’র নাম আছে। এ ছাড়া আরও রয়েছে ‘দেশান্তর’, ‘গেরিলা’, ‘স্ফুলিঙ্গ’, ‘মা’, ‘১৯৭১ সেই সব দিন’, ‘জেকে ১৯৭১’, ‘দামাল’, ‘বিউটি সার্কাস’, ‘গুণিন’, ‘পাপপুণ্য’, ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘ন ডরাই’, ‘গলুই’, ‘গন্ডি’, ‘আয়নাবাজি’, ‘দেবি’, ‘রেহানা মরিয়ম নূর’-এর মতো পুরস্কার পাওয়া এবং সাড়া জাগানো সিনেমা। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে উৎসবে। উৎসবের উদ্বোধনী আয়োজনে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। থাকবেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। এ ছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ ও ভারতের শোবিজ তারকাদের।

 

সর্বশেষ খবর