বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ভালো নেই প্রবীর মিত্র

শোবিজ প্রতিবেদক

ভালো নেই প্রবীর মিত্র

দীর্ঘদিন ধরেই অসুস্থ গুণী অভিনেতা প্রবীর মিত্র। বার্ধক্যজনিত অসুস্থতা ছাড়াও নানা ব্যাধিতে আক্রান্ত ৮২ বছরের এই অভিনেতা। আগের মতো আর হাঁটাচলা করতে পারেন না। তাঁর দিন কাটছে ঘরে হুইলচেয়ারে বসে কিংবা বিছানায় শুয়ে। কয়েক বছর ধরে হাঁটুর সমস্যায় পড়েছেন তিনি। এ বিষয়ে প্রবীর মিত্রের ছেলে মিথুন মিত্র জানান, তাঁর বাবা একদমই চলাফেরা করতে পারেননা। চলতি বছরই তাঁর হাঁটুতে অপারেশন করাতে হবে। চিকিৎসক এমনই পরামর্শ দিয়েছেন। দেশেও হতে পারে অপারেশন। দরকার হলে বিদেশেও যেতে হতে হবে। তিনি আরও জানান, প্রবীর মিত্র অনেকদিন ধরেই নানামাতৃক শারীরিক জটিলতায় ভুগছেন। নতুন করে যোগ হয়েছে স্মৃতি ভুলে যাওয়ার সমস্যা। প্রায়ই তিনি কিছু মনে করতে পারেন না। প্রবীর মিত্রের শ্রবণশক্তিও দিন দিন হ্রাস পাচ্ছে। উচ্চৈঃস্বরে কথা বললে উত্তর দিতে পারেন। হৃদরোগের জটিলতাও রয়েছে। এর আগে ২০২২ সালের শুরুতে ভারতে অস্টিওপরোসিস রোগের চিকিৎসা নিতে গিয়েছিলেন প্রবীর মিত্র। বর্তমানে নীরবে-নিভৃতে ও একাকিত্বে ধানমন্ডিতে ছেলের বাসায় দিন কাটাচ্ছেন এ অভিনেতা। ১৯৭১ সালে এইচ আকবরের ‘জলছবি’ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন প্রবীর মিত্র।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর