বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

চলচ্চিত্র তিতাস একটি নদীর নাম আজ চ্যানেল আইয়ে

শোবিজ প্রতিবেদক

চলচ্চিত্র তিতাস একটি নদীর নাম আজ চ্যানেল আইয়ে

আলাপচারিতা অনুষ্ঠানে সৈয়দ সালাউদ্দিন জাকী এবং হাবিবুর রহমান খান

বাংলাদেশ চলচ্চিত্রের এক মূল্যবান সম্পদ ঋত্বিক ঘটকের চলচ্চিত্র ‘তিতাস একটি নদীর নাম’। ১৯৭৩ সালের ২৭ জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। চলচ্চিত্রটি সেই সময়ে চলচ্চিত্রবোদ্ধা, দর্শক এবং সমালোচকদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পেয়েছিল। আজ চলচ্চিত্রটির সুবর্ণজয়ন্তী বা শুভমুক্তির পঞ্চাশ বছর পূর্ণ হতে যাচ্ছে। এ উপলক্ষে এটি প্রচার হবে চ্যানেল আইয়ের পর্দায়। দেখানো হবে বিকাল সাড়ে ৩টা থেকে। চলচ্চিত্রটি প্রদর্শনের পূর্বে একটি আলাপচারিতা অনুষ্ঠানে অংশ নিয়েছেন দেশের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সৈয়দ সালাউদ্দিন জাকী এবং প্রখ্যাত প্রযোজক হাবিবুর রহমান খান। তাঁদের আলাপচারিতায় উঠে এসেছে চলচ্চিত্রটির গভীরতার নানা দিক। চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে প্রখ্যাত কথাসাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের গল্প অবলম্বনে। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কবরী ও প্রবীর মিত্র।

 

সর্বশেষ খবর