বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

শ্রাবন্তীর সমালোচনায়

শোবিজ ডেস্ক

শ্রাবন্তীর সমালোচনায়

বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমার। ২৪ জুলাই ছিল তাঁর প্রয়াণ দিবস। প্রতি বছর এই দিনে তাঁর স্মরণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে টলিউডের অভিনয়শিল্পীদের একটি সম্মাননা দেওয়া হয়। যার নাম ‘মহানায়ক সম্মান’। ব্যতিক্রম হয়নি এবারও। গত সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজ হাতে সম্মাননা তুলে দেন বিজয়ীদের হাতে। ‘মহানায়ক’ সম্মাননাটি নিয়ে বরাবরই সমালোচনা হয়। অভিযোগ রয়েছে, এটি কেবল পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল সমর্থকদের হাতে ওঠে। এবারও একই অভিযোগ পুরস্কারটি নিয়ে। অনেকে বলাবলি করছেন, তৃণমূলে ভিড়েই পুরস্কারটি পেয়েছেন শ্রাবন্তী। ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী চ্যাটার্জি। অংশ নেন লোকসভা নির্বাচনে। কিন্তু পরাজিত হন। এরপর বেশি দিন আর সেই দলে থাকেননি। ধীরে ধীরে তৃণমূলে ঘেঁষতে শুরু করেন। এবার ‘মহানায়ক সম্মান’ প্রাপ্তির মধ্য দিয়ে যেন তৃণমূলের সঙ্গে তাঁর যোগসূত্র পাকা হলো। ‘মহানায়ক সম্মান’ প্রাপ্তিতে শ্রাবন্তী আনন্দিত হলেও নাখোশ নেটিজেনরা। যার নজির মিলছে তাঁর পোস্টে কিংবা এই পুরস্কার সংক্রান্ত অন্যান্য পোস্টে। কেউ বলেছেন, ‘এই সম্মানটার আর সম্মান থাকল না। মুড়ি-মুড়কির মতো বিলি হচ্ছে।’ আবার কেউ বলছেন, ‘প্রথমে বর বদল, তারপর দল বদল!’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর