শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
কথোপকথন

ভালো গল্প ও চরিত্রের সঙ্গে থাকতে চাই

ভালো গল্প ও চরিত্রের সঙ্গে থাকতে চাই

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম নায়িকা বিদ্যা সিনহা মিম। প্রতিনিয়ত বড় পর্দা ও ওটিটিতে নিজেকে নতুন করে হাজির করছেন।  দেশের সীমানা পেরিয়ে ওপারেও নিজের অভিনয় দ্রুতি ছড়াচ্ছেন। তার সঙ্গে সাম্প্রতিক কাজ ও ব্যস্ততা নিয়ে কথা বলেছেন- পান্থ আফজাল

 

বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অন্তর্জাল’-এর মুক্তি পিছিয়েছে...

হুমম...৮ সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্রটি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে।

 

অন্তর্জালে আপনার চরিত্রটি নিয়ে বলুন?

আমার চরিত্রের নাম নিশাত, যিনি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। দেশের বাইরে থেকে প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করে আসা একজন তরুণী। এর বেশি আর এখন বলা যাবে না। সামনে সবার অভিনীত চরিত্র নিয়ে বিস্তারিত আসবে। প্রযুক্তি খাত ও সাইবার দুনিয়ায় নারীদের আরও বেশি এগিয়ে আসার অনুপ্রেরণার গল্পে তৈরি হয়েছে এটি।

 

নতুন সিনেমার শুটিং শুরু করেছেন। সব মিলিয়ে কেমন লাগছে?

দারুণ একটি জার্নি শুরু করলাম। সিনেমার নাম ‘দিগন্তে ফুলের আগুন’। এটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। মঙ্গলবার থেকে এ সিনেমার শুটিং শুরু হয়েছে। আসলে আমি সবসময় ভালো গল্প ও ভালো চরিত্রের সঙ্গে থাকতে চাই। যা দর্শকদের ভাবাবে এবং ভালো লাগা দেবে। সেই সঙ্গে একজন অভিনেত্রী হিসেবে আমাকেও তৃপ্তি দেবে। সব মিলিয়ে আমি আনন্দিত।

 

সিনেমাটির গল্প ও সেখানে আপনার চরিত্রটি কেমন?

সবকিছু এখন বিস্তারিত বলতে চাই না। তবে সিনেমাটির গল্প অসাধারণ! আর আমি পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছি। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন নিয়ে এ সিনেমার গল্প। আমার বিশ্বাস ভালো একটি সিনেমা হবে। দর্শকও পছন্দ করবেন।

 

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার এ ছবির প্রযোজক। তার প্রযোজিত ছবিতে অভিনয় করতে পেরে  কেমন লাগছে?

এটা সত্যিই আমার জন্য বিশাল ব্যাপার! আসলে শমী আপুর অভিনয় ছোটবেলা থেকে দেখেই তো বড় হয়েছি। তার অসাধারণ ব্যক্তিত্ব আমাকে অনুপ্রাণিত করে সবসময়। সেই শমী কায়সারের মায়ের চরিত্র করছি-এটাই সত্যিই আমার কাছে স্বপ্নের মতো। দুই মাস আগে শমী আপু ফোন করে গল্পটা শোনালেন। বললেন, তার মায়ের চরিত্রে আমি ছাড়া কাউকে দেখছেন না। এরপর আমি কোনো ভাবনা- চিন্তা না করেই হ্যাঁ বলে দিয়েছি।

 

হইচইয়ের সিরিজে তো প্রথমবার কাজ করলেন?

হ্যাঁ। অ্যাকশন-থ্রিলারধর্মী ‘মিশন হান্টডাউন’-এ আমি নীরা চরিত্রে অভিনয় করেছি। এ চরিত্রটি সহজ-সরল একজন মহিলার চরিত্র কিন্তু সে তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জটিলতার মধ্য দিয়ে যায়।

 

জিতের সঙ্গে ‘মানুষ’ করেছেন। সিনেমাটির আপডেট?

আমার অংশের শুটিং আগেই শেষ হয়েছে। 

 

ওপার বাংলায় আর কোনো কাজের কথা রয়েছে?

কিছু কাজের কথাবার্তা চলছে। ব্যাটে-বলে মিলে গেলে কাজ হবে। দেখা যাক সামনে কী হয়।

 

ইয়াসমিনের চরিত্রে হাজির হবেন কবে?

এটির শুটিং করার পরিকল্পনা রয়েছে। এটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হবে।

 

মিমকে এখনো নাটকে অভিনয় করতে দেখা যায়...

আসলে কোনো বিশেষ দিবস হলে নাটকে কিছু কাজ করে থাকি। তবে আমার শুরু সিনেমা দিয়েই। তাই সিনেমাটাই বেশি করতে চাই।

 

কোন মাধ্যমে অভিনয় করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন?

আসলে অ্যাকটিং করতে বেশি পছন্দ করি, তা যে মাধ্যমেই হোক। তবে আমার বড় পর্দায় অভিনয় করতে বেশি ভালো লাগে।

 

অভিনয় ছাড়া আর কী করতে বেশি পছন্দ করেন?

আমি ঘুরতে খুবই পছন্দ করি। টিভিতে মুভি দেখতে, বই পড়তে ও শপিং করতে ভালো লাগে। ইদানীং কী যেন হয়েছে, কিছু দিন পরপর দেশের বাইরে ঘুরতে ইচ্ছা করে। এই তো গত মাসেই সবাই মিলে বাইরে থেকে ঘুরে এলাম।

সর্বশেষ খবর