বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

জাহারা মিতুর উপলব্ধি...

শোবিজ প্রতিবেদক

জাহারা মিতুর উপলব্ধি...

‘জীবনটা অনেক সহজ। শুধু শুধু আমরা এত কিছু চিন্তা করে এটাকে কঠিন বানিয়ে ফেলি। মন যখন যা চায় তাই করবেন। মনে রাখবেন পৃথিবীর সবাই স্বার্থপর।’ কথাগুলো জাহারা মিতুর ফেসবুক পোস্টে পাওয়া যায়। তিনি আরও লেখেন, ‘তাই অন্য কারও কথায় ডান-বাম না ভেবে, নিজের সিদ্ধান্তে বেলতলায় ন্যাড়া মাথায় দাঁড়িয়ে থাকাও ভালো।’ এদিকে বর্তমানে নারী ক্রিকেটারের গল্পের সিনেমা ‘জার্সি নম্বর ১৬’তে যুক্ত জাহারা মিতু। এর নির্মাতা তারিক মুহাম্মদ হাসান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর