সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

আজ জন্মদিন

শোবিজ প্রতিবেদক

আজ জন্মদিন

প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেন ও জনপ্রিয় অভিনেতা জসিমের আজ জন্মদিন। আমজাদ হোসেন জন্মগ্রহণ করেন ১৯৪২ সালের ১৪ আগস্ট, আর জসিম ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন। বিশেষ এ দিন উপলক্ষে নির্মাতা ও অভিনেতাকে স্মরণ করছেন পরিবার, ভক্ত ও বন্ধুরা। আমজাদ হোসেনের জন্ম জামালপুরে। তিনি একাধারে অভিনেতা, লেখক, গীতিকার ও পরিচালক। তিনি কর্মজীবনে ১২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ছয়টি বাচসাস পুরস্কার অর্জন করেছেন। তিনিই প্রথম ব্যক্তি হিসেবে ছয়টি ভিন্ন বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। আমজাদ হোসেন পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আগুন নিয়ে খেলা’। শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ১৯৯৩ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত করে। এ ছাড়া সাহিত্যে ১৯৯৩ ও ১৯৯৪ সালে দুইবার অগ্রণী শিশু সাহিত্য পুরস্কার ও ২০০৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ একাধিক পুরস্কার লাভ করেন। আমজাদ হোসেন ২০১৮ সালের ১৪ ডিসেম্বর মারা যান। জসিমের জন্ম ঢাকার নবাবগঞ্জে। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক ও ফাইট পরিচালক। মুক্তিযুদ্ধে তাঁর অবদান রয়েছে। ১৯৭২ সালে ‘দেবর’ চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় জসিমের। জসিম ১৯৯৮ সালের ৮ অক্টোবর মারা যান।

 

সর্বশেষ খবর