সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

চতুর্থ বিয়ে নিয়ে শ্রাবন্তী

শোবিজ ডেস্ক

চতুর্থ বিয়ে নিয়ে শ্রাবন্তী

অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তৃতীয় স্বামী রোশান সিংয়ের কাছ থেকে কয়েক বছর ধরে আলাদা থাকছেন। স্ত্রীর সঙ্গে পুনরায় সংসার করার জন্য মামলাও করেন রোশান। কিন্তু তাতে সায় না দিয়ে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতে মামলা করেন শ্রাবন্তী। শুধু তাই নয়, ২০২১ সালের সেপ্টেম্বরে খোরপোশ বাবদ অর্থও দাবি করেন এই অভিনেত্রী। রোশানের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও ব্যবসায়ী অভিরূপ চৌধুরীর সঙ্গে চুটিয়ে প্রেম করেন শ্রাবন্তী। অভিরূপের সঙ্গে একাধিকবার মালদ্বীপ ভ্রমণেও গিয়েছেন এই অভিনেত্রী। অনেকবারই প্রশ্ন উঠেছে চতুর্থ বিয়ে করে কী শ্রাবন্তী নতুন জীবন শুরু করতে চান? শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, ‘এখনো বিবাহবিচ্ছেদের মামলা চলছে। বন্ধুবান্ধব আছে। আমি আর প্রেমে পড়তে বা বিয়ে করতে চাই না। কাজই আমার প্রেম।’ তিনি বলেন, ‘একা এসেছেন, একাই যেতে হবে। নিজেকে ভালোবাসুন। যারা শর্তহীনভাবে ভালোবাসেন, তাদের সেই ভালোবাসা ফিরিয়ে দিন। ভুল সিদ্ধান্ত নিয়ে লাভ নেই। তাই আত্মহত্যার মতো পথ বেছে নেওয়া একেবারেই অমূলক। জীবনে এগিয়ে যাওয়াটা লক্ষ্য হওয়া উচিত।’

 

সর্বশেষ খবর