শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সেলিম আল দীন পুরস্কার পাচ্ছেন দুই নাট্যব্যক্তিত্ব

শোবিজ প্রতিবেদক

সেলিম আল দীন পুরস্কার পাচ্ছেন দুই নাট্যব্যক্তিত্ব

বাংলাদেশ গ্রাম থিয়েটারের নবম জাতীয় সম্মেলন ও ৪০ বছর উদযাপন সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ও আগামীকাল বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এটি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৪তম জন্মজয়ন্তীও পালিত হবে। সেদিন দুজন কৃতী নাট্যকর্মীকে সেলিম আল দীন পুরস্কার প্রদান করা হবে। এবার পুরস্কারপ্রাপ্তরা হলেন- পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সৈয়দ জামিল আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ। তিনি বলেন, ‘সেলিম আল দীন আমাদের প্রাণের মানুষ। থিয়েটার চর্চার পুরোধা ব্যক্তিত্ব ছিলেন তিনি। তার সম্মানে বাংলাদেশ গ্রাম থিয়েটার পুরস্কারটি দিতে যাচ্ছে। আমরা আনন্দিত দেশের দুজন প্রখ্যাত নাট্যব্যক্তিত্বকে এ পুরস্কারে সম্মানিত করার সিদ্ধান্ত নিতে পেরে। পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সৈয়দ জামিল আহমেদ দুজনই এ দেশের নাট্যচর্চায় অনেক ভূমিকা রেখে চলেছেন। তাদের কর্মমুখর জীবন আমাদের জন্য উপহার।’ তিনি জানান,  দুই দিনব্যাপী সম্মেলন ও নাট্যপালার পরিবেশনায় আনুমানিক ১ হাজার প্রতিনিধি দেশের বিভিন্ন অঞ্চল থেকে এ সম্মেলনে যোগ দেবেন।

সর্বশেষ খবর