শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

উদ্বিগ্ন কঙ্গনা

শোবিজ ডেস্ক

উদ্বিগ্ন কঙ্গনা

অবিরাম বৃষ্টি আর ভূমিধসে ক্রমাগত পরিস্থিতি কঠিন হয়ে উঠছে ভারতের হিমাচল প্রদেশের উত্তরাখন্ড, মানালির। দুর্যোগের এসব ছবি দেখে আঁতকে উঠছে দেশটির অন্যান্য প্রান্তের মানুষ। বন্যায় ডুবে যাচ্ছে রাস্তাঘাট, তলিয়ে যাচ্ছে বড় বড় ঘরবাড়ি। শুধু হিমাচলেই মৃতের সংখ্যা পৌঁছেছে ৭১ জনে, বহু মানুষ নিখোঁজ। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করলেন হিমাচলের কন্যা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, কঙ্গনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘হিমাচল প্রদেশের মানুষ বিরল বিপর্যয়ের মুখোমুখি হচ্ছেন। ভারী বর্ষণ এবং বন্যা পরিস্থিতির যেন কোনো উন্নতি হচ্ছে না। পাহাড়গুলো ধসে পড়ছে। কয়েকদিন ধরে কোনো বিদ্যুৎ সংযোগ নেই, পানি নেই, পুরো ব্যবস্থা ভেঙে পড়েছে। আমার হৃদয় পাহাড়ের মানুষের সঙ্গেই রয়েছে। আমি তাদের সুস্থতার জন্য কামনা করছি।’ প্রতিবেদনে জানানো হয়, ২৪ জুন বর্ষা শুরু হওয়ার পর থেকে মোট ৫৪ দিনে বৃষ্টি হয়েছে ৭৪২ মিলিমিটার। রাজ্যে বৃষ্টি সংক্রান্ত ঘটনায় মোট ২১৪ জন মারা গেছে এবং ৩৮ জন এখনো নিখোঁজ।

সর্বশেষ খবর