শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

জাতীয় সম্মানে তাঁরা

শোবিজ ডেস্ক

জাতীয় সম্মানে তাঁরা

ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মাননা পেয়েছেন আল্লু অর্জুন এবং সেরা অভিনেত্রীর পুরস্কার যৌথভাবে পেয়েছেন আলিয়া ভাট ও কৃতি শ্যানন। সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ‘আরআরআর’। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ঘোষিত ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের মধ্যে রয়েছে : সেরা সিনেমা : রকেট্রি দ্য নাম্বি এফেক্ট (আর মাধবন), পরিচালক : নিখিল মহাজন (গুদাভারি), অভিনেতা : আল্লু অর্জুন (পুষ্পা), অভিনেত্রী : আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি) ও কৃতি শ্যানন (মিমি), হিন্দি সিনেমা : সর্দার উধম (সুজিত সরকার), বাংলা সিনেমা : কালকক্ষ (শর্মিষ্ঠা মাইতি-রাজদীপ পাল), সহঅভিনেত্রী : পল্লবী যোশী (দ্য কাশ্মীর ফাইলস), সহঅভিনতা : পঙ্কজ ত্রিপাঠি (মিমি), গায়িকা : শ্রেয়া ঘোষাল (মায়াভা ছায়াভা, ইরাভিন নিজাল), গায়ক : কাল ভৈরব (কোমুরাম ভিমুডু, আরআরআর), সংগীত পরিচালক : দেবী শ্রী প্রসাদ (পুষ্পা), পপুলার ফিল্ম : আরআরআর (এসএস রাজামৌলি), সিনেমা : দ্য কাশ্মীর ফাইলস, এডিটর : সঞ্জয় বনশালি (গাঙ্গুবাই)।

সর্বশেষ খবর