রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

নিউইয়র্ক মাতাবেন মিতালী মুখার্জি

শোবিজ ডেস্ক

নিউইয়র্ক মাতাবেন মিতালী মুখার্জি

নিউইয়র্ক মাতাবেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী মিতালী মুখার্জি। শনিবার নিউইয়র্কের জ্যামাইকার মেরি লুইস একাডেমি মিলনায়তনে ‘মিউজিক্যাল নাইট উইথ মিতালী মুখার্জি অ্যান্ড বাদশাহ বুলবুল’ শিরোনামে একটি কনসার্টের আয়োজন করতে যাচ্ছে গ্যালাক্সি মিডিয়া। নব্বই দশকে ‘এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও’, ‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’, ‘যেটুকু সময় তুমি থাক পাশে’সহ শত শত জনপ্রিয় গান গেয়ে শ্রোতা-দর্শকদের বিমোহিত করে রাখতেন মিতালী মুখার্জি। শুধু জনপ্রিয়তা নয়, ১৯৮২ সালে ‘দুই পয়সার আলতা’ সিনেমার ‘এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই’ গানটি গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সুকণ্ঠী এই গায়িকা। গ্যালাক্সি মিডিয়ার কর্ণধার বদরুদ্দোজা সাগর বলেন, রুচির দুর্ভিক্ষের প্রতিবাদে প্রবাসে সংগীতের নান্দনিক ধারাকে শুদ্ধ পরিবেশনায় উপস্থাপন করতে গ্যালাক্সি মিডিয়া বদ্ধপরিকর। তারই ফলশ্রুতিতে মিতালী মুখার্জির মতো একজন জনপ্রিয় এবং গুণী শিল্পী নিয়ে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন প্রিসিলা এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকবে আরটিভি ও ঠিকানা। সুস্থ সংগীতচর্চায় পাশে থাকার জন্য বদরুদ্দোজা সাগর সবাইকে অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানান। পাশাপাশি আরও জানার জন্য (৯২৯) ৫৩৮-৭৯০৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ খবর