বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ডিপজলের সত্য কথা!

শোবিজ প্রতিবেদক

হিন্দি সিনেমা মুক্তি দিতে হল মালিকদের দীর্ঘদিনের দৌড়ঝাঁপের পর চলতি বছর থেকে দেশে হিন্দি সিনেমা প্রদর্শিত হচ্ছে। তখন হিন্দি সিনেমা মুক্তির বিপক্ষে অবস্থান নিয়েছিলেন অনেকে। শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে অধিকাংশ শিল্পী, নির্মাতা ও প্রযোজক সরে এলেও মনোয়ার হোসেন ডিপজল, রুবেল, মিশা সওদাগর, জায়েদ খানসহ কয়েকজন অবস্থান বদলাননি। ডিপজল বহুবার বলেছেন এ দেশে হিন্দি সিনেমা দর্শক দেখবে না। আক্ষরিক অর্থেই এ পর্যন্ত যতগুলো হিন্দি সিনেমা দেশে মুক্তি পেয়েছে, সেগুলো ব্যবসায়িকভাবে সফল হয়নি। এ সপ্তাহে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কা জান’ দেশের বেশ কয়েকটি সিনেমা হলে মুক্তি পায়। তার আগে বিশ্বব্যাপী ঝড় তোলা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটিও দেশের সিনেমা হলে প্রদর্শিত হয়েছে। সেটিও আশানুরূপ ব্যবসা করতে পারেনি। ডিপজল যুক্তি দিয়ে বলেছেন, আমাদের দেশের সামাজিক, পারিবারিক মূল্যবোধসম্পন্ন গল্পের সিনেমাই সাধারণ দর্শকরা বেশি পছন্দ করে।

সর্বশেষ খবর