শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বুসান উৎসবে ফেরদৌসী-সুমি

শোবিজ প্রতিবেদক

বুসান উৎসবে ফেরদৌসী-সুমি

এবার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বিপ্লব সরকারের ‘আগন্তুক’। ৪ থেকে ১৩ অক্টোবর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসর অনুষ্ঠিত হবে। এর আগে গত বছর ‘আগন্তুক’ চলচ্চিত্র ভারতের গোয়ায় অনুষ্ঠিত ফিল্ম বাজারের ভিউয়িং রুমের রিকমেন্ডস বিভাগের সেরা চলচ্চিত্র হিসেবে প্রসাদ ল্যাব ডিআই এবং মুভিবাফ অ্যাপ্রিসিয়েশন পুরস্কার জিতে নেয়। চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, সাহানা রহমান সুমি, রতন দেব, মাহমুদ আলম, এহান, রাফসান, হৃদয়, হাসিমুন ও নাঈমা তাসনিমসহ অনেকে। আগন্তুকের প্রযোজক হিসেবে আছেন রম্য রহিম চৌধুরী, তাজুল হক ও বিপ্লব সরকার। চলচ্চিত্রটি ২০১৯-২০২০ সালে বাংলাদেশ সরকারের অনুদান লাভ করে। আগন্তুক চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে কাজল নামের ১০ বছর বয়সী এক বালককে ঘিরে। মা ও অসুস্থ দাদিকে নিয়ে কাজলদের সংসার। অনেক দিন ধরে নিখোঁজ কাজলের বাবা হঠাৎ এক দিন ফিরে এলে শুরু হয় টানাপোড়েন। একটি পরিবারের সম্পর্কগুলোর দ্বান্দ্বিকতা খুব সূক্ষ্মভাবে দেখানো হয়েছে আগন্তুক চলচ্চিত্রে। এ প্রসঙ্গে ফেরদৌসী মজুমদার বলেন, ‘আগন্তুক অত্যন্ত সাহসী একটি প্রযোজনা। খুবই সময়োপযোগী গল্প এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে। এর নির্মাণশৈলীও একেবারে আলাদা।’

সর্বশেষ খবর