বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

তারকাদের ক্রিকেট লড়াই

শোবিজ প্রতিবেদক

তারকাদের ক্রিকেট লড়াই

এবার ক্রিকেট মাঠে নামছেন ঢাকাই শোবিজের তারকারা। ঢাকায় শুরু হচ্ছে সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হয়ে চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। দেশের একমাত্র স্পোর্টস টিভি চ্যানেল টি স্পোটস ও জি নেক্সটের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিসিএল। রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে বসবে এ আসর। সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি বিস্তারিত জানানো হয়। অনুষ্ঠানে আয়োজকরা জানান, মোট আটটি দল থাকছে এই লিগে। এগুলোর নেতৃত্বে থাকছেন দেশের আটজন পরিচিত নির্মাতা। তাঁরা হলেন- গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফি। প্রতি দলে ১৬ জন শোবিজ সেলিব্রেটি খেলোয়াড় হিসেবে থাকবেন। প্রতি দলে নারী তারকাদেরও খেলতে দেখা যাবে। এছাড়া একজন করে সাবেক ক্রিকেটার থাকবেন উপদেষ্টা হিসেবে।

সর্বশেষ খবর