বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

কঙ্গনার কালাজাদু

শোবিজ ডেস্ক

কঙ্গনার কালাজাদু

দেশের নামবদল নিয়ে বিতর্কের সূত্রপাত। ‘ইন্ডিয়া’ নাকি ‘ভারত’ এ বিতর্ক এখন সমাজমাধ্যমজুড়ে। পিছিয়ে নেই তারকারাও। জি-২০ বৈঠক উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ডাকা নৈশভোজের আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র পরিবর্তে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। এর পর থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে- দেশের নাম কি আর ‘ইন্ডিয়া’ থাকবে না? বদলে গিয়ে ‘ভারত’ হবে। এমন বিষয়ে কঙ্গনা রানাউত মনে করেন, ইন্ডিয়া নয়, বরং ভারত নামই হওয়া উচিত। অভিনেত্রীর দাবি, বছর দুয়েক আগেই নাকি দেশের নাম বদলের ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। ২০২১ সালে কঙ্গনা একটি অনুষ্ঠানে জানিয়েছিলেন ‘ইন্ডিয়া’ নাম থেকে দূরে থাকা উচিত, আমরা ভারতীয় এবং আমাদের দেশ ভারত। ‘ইন্ডিয়া’ দাসত্বের প্রতীক বলেই মত তাঁর। বছর দুয়েক আগে তিনি যে কথা বলেছিলেন সেটা নিয়ে এখন সরগরম দেশের রাজনীতি। বছর দুয়েক আগে করা সেই বক্তব্য নিজের এক্স প্রোফাইলে পুনরায় পোস্ট করেন অভিনেত্রী। তবে শুধু নিজের করা পোস্ট নয়। এক অনুরাগীর পোস্টও নিজের এক্স প্রোফাইলে পোস্ট করেছেন। সেখানেই অভিনেত্রীর প্রশংসা করে ওই অনুরাগী লেখেন-সময়ের চেয়ে এগিয়ে ভাবেন কঙ্গনা। অভিনেত্রী লেখেন- লোকে ভাবে আমি কালাজাদু জানি। কিন্তু এটা আমার সাধারণ বুদ্ধি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর