রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাবার গান গাইলেন দিঠি আনোয়ার

শোবিজ প্রতিবেদক

বাবার গান গাইলেন দিঠি আনোয়ার

কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার। স্বাধীনতা পদক, একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, প্রযোজক, পরিচালক, সুরকার গাজী মাজহারুল আনোয়ারের সুযোগ্য কন্যা তিনি। বাবার উৎসাহ-অনুপ্রেরণায় সেই ছোটবেলায় নিজেকে জড়িয়েছিলেন গানে। দেখতে দেখতে পার করলেন সংগীত জীবনের দীর্ঘ ৩০ বছর। বাবার লেখা গান ছাড়াও অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। সম্প্রতি তিনি ‘আই মিডিয়া’ নামের ইউটিউব চ্যানেলের জন্য বাবার লেখা সেরা ছয়টি গানে কণ্ঠ দিয়েছেন। গানগুলো হলো- শুধু গান গেয়ে পরিচয়, এই মন তোমাকে দিলাম, ইশারায় শিষ দিয়ে, সে যে কেন এলো না, আকাশের হাতে আছে, যদি আমাকে জানতে। ‘আই মিডিয়া’ ইউটিউব চ্যানেলে গান গাওয়া, নিজের ব্যস্ততা ও বাবাকে নিয়ে পরিকল্পনা প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘আমার জন্ম একটি সংগীত পরিবারে। তাই গান শোনানোই আমার কাজ। ছোটবেলা থেকেই সংগীতের বড় বড় ব্যক্তিদের সান্নিধ্যে আমি বড় হয়েছি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, আমার বাবা গাজী মাজহারুল, যিনি বাংলাদেশের সংগীত জগতের অন্যতম কিংবদন্তি সংগীত ব্যক্তিত্ব। আমার গান গাওয়ার পছন্দের তালিকায় অবশ্যই আমার বাবার লেখা গানগুলো সবার প্রথমে থাকে। তিনি তো ২০ হাজারের মতো গান লিখেছেন। সেখান থেকে বাছাই করে গান গাওয়া খুবই মুশকিল হয়ে পড়ে। তারপরও এই অনুষ্ঠানে বাবার লেখা প্রিয় ছয়টি গান গেয়েছি। এদিকে দেখতে দেখতে সংগীত জগতে আমারও ৩০ বছর হয়ে গেল। এতটা বছর টিকে থাকাটা সত্যিই আনন্দের। আব্বু (গাজী মাজহারুল আনোয়ার) বেঁচে থাকলে অনেক খুশি হতেন। তবে আমি বিশ্বাস করি, তিনি আছেন তাঁর গানের মধ্য দিয়ে সবার মনে-প্রাণে, সারা বাংলায়, সারা বিশ্বে। আর বর্তমান ব্যস্ততা আমার বাবাকে নিয়ে। তাঁর গান সংরক্ষণেই আমার সব ব্যস্ততা। বাবা বেঁচে থাকতেই ২০২১ সালে তাঁর গান নিয়ে একটি বই প্রকাশ হয়েছিল। সেখানে ২৫০টি গানের লিরিক ও ৫০টি গানের সৃষ্টির কথা রয়েছে। তাঁর মৃত্যুর পর আরও দুটি বই বের হয়েছে। তাঁর লেখা ২০ হাজার গানের মধ্যে ৫ হাজারের মতো গান সংগ্রহ করতে পেরেছি। ইচ্ছা আছে সব গান সংরক্ষণ করার। এছাড়া ডিজিটাল আর্কাইভের কাজ শুরু করেছি। আমি মূলত শখের বশে গানের জগতে এসেছিলাম। এরপরও যতটুকু অর্জন করতে পেরেছি, আমি সন্তুষ্ট। কারণ, আমি প্রতিযোগিতা পছন্দ করি না। নিজের মতো করেই এগিয়ে যেতে চাই।’ ১৯৯৩ সালে ‘উল্কা’ সিনেমায় প্লেব্যাকের মধ্য দিয়ে গানের ভুবনে পথচলা কণ্ঠশিল্পী দিঠি আনোয়ারের।

 

সর্বশেষ খবর