বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

পাওলির উচ্ছ্বাস

শোবিজ ডেস্ক

পাওলির উচ্ছ্বাস

ক্যারিয়ারের এই মুহূর্তে তিনি কিছুটা ধীরে চলো নীতি নিয়ে পা ফেলতে আগ্রহী। কাজের সংখ্যার তুলনায় গুণগত মানে বিশ্বাসী পাওলি দাম। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘পালান’ ছবির মাধ্যমে এক অধরা স্বপ্নের কাছাকাছি পৌঁছতে পেরেছেন অভিনেত্রী। পাওলির কথায় সামনেই ‘পালান’ মুক্তি পাবে। ছবির প্রচারও শুরু হয়ে গেল। আগামী কয়েকটা দিন বেশ ব্যস্ততার মধ্যেই কাটবে। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন প্রসঙ্গে পাওলি বলেন, আমার অভিনীত ‘কালবেলা’ দেখে তিনি ফোন করেছিলেন। অচেনা নম্বর, ফোন ধরতেই ও পাশ থেকে কেউ বললেন, ‘আমি মৃণাল সেন বলছি।’ সত্যি বলছি, বিশ্বাস করতে পারিনি। তিনি বলেছিলেন যে, ছবিতে আমার অভিনয় তাঁর ভালো লেগেছে। ফোনেই দেখা করতে বলেছিলেন। সেই মতো একদিন দেখা করি। অনেক কথা হয়েছিল। তিনি বলেছিলেন, কোনো দিন ছবি করলে আমাকে কাস্ট করতে চান। অভিনেত্রী হিসেবে তাঁর ওই কথাটা আমার কাছে স্বপ্নপূরণের মতো মনে হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, অসুস্থতার কারণে তিনি আর ছবি পরিচালনা করেননি। কিন্তু ঈশ্বরের হয়তো অন্যরকম ইচ্ছা ছিল। ‘পালান’-এর মাধ্যমে একদিকে যেমন কৌশিকদার সঙ্গেও প্রথম কাজ হলো, তেমনই মৃণাল সেনও রইলেন। তিনি বলেন, মৃণাল সেনের ‘খারিজ’ তো রয়েছেই। এছাড়াও ‘ভুবন সোম’, ‘মৃগয়া’, ‘একদিন প্রতিদিন’...। তাঁর প্রায় সব ছবিই আমার দেখা। পাওলি বলেন মজার বিষয়, ‘খারিজ’-এ বাকি চরিত্রগুলো ছিলই। এই ছবিতে আমার এবং আমার বাচ্চা মেয়েটির চরিত্র, দুটোই কৌশিকদার তৈরি। তাই দায়িত্ব আরও বেশি ছিল। জীবনের সব সমস্যার সমাধান সবাই করতে পারে না। আমার চরিত্রটা কিন্তু সমাধান খোঁজে, সমস্যা নয়। পাওলি বলেন, মহামারির পর বাংলা ছবির কাঠামোর পরিবর্তন হয়েছে। ওটিটির কাজ বেড়েছে। সত্যি বলতে, একই ধরনের চরিত্র করতে চাই না। গল্প, চরিত্র, পরিচালক বিচার করে রাজি হই।

সর্বশেষ খবর