শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

মঞ্চে ‘লেট মি আউট’

শোবিজ প্রতিবেদক

মঞ্চে ‘লেট মি আউট’

চার বছর পর আবারও মঞ্চে নাটক ‘লেট মি আউট’। গতকাল একটি শো শেষে আজ  নাটকটির দুটি শো হবে বেইলি রোডের মহিলা সমিতিতে। নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আজ বিকাল ৪টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মোট দুটি শো হবে। রেপার্টরি নাট্যদল তাড়ুয়ার প্রযোজনায় নাটকটির রচনায় রুনা কাঞ্চন এবং নির্দেশনায় বাকার বকুল। এতে অভিনয় করেছেন সোহেল মন্ডল, শাহজাদা সম্রাট, সাক্ষ্য শহীদ, খায়রুল আলম হিমু, রুনা কাঞ্চনসহ ৩০ জনের বেশি অভিনয়শিল্পী। নাটকটির গল্প লস অ্যাঞ্জেলেসে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর