বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাস কন্ডাক্টর থেকে এক অপ্রতিরোধ্য অভিনেতা

বাস কন্ডাক্টর থেকে এক অপ্রতিরোধ্য অভিনেতা

রজনীকান্ত, ভারতের এক অপ্রতিরোধ্য অভিনেতার নাম।  অথচ কর্মজীবনের শুরুতে জীবন-জীবিকার তাগিদে তিনি ছিলেন সামান্য একজন বাস কন্ডাক্টর। কিন্তু পরিশ্রম, মেধা আর চেষ্টা- সর্বোপরি ভাগ্যগুণে তিনি হয়ে ওঠেন এক বিশাল মাপের তারকা। তাঁকে নিয়ে লিখেছেন- আলাউদ্দীন মাজিদ

 

ছিলেন বাস কন্ডাক্টর

আজকের ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্ত কিন্তু সিনেমা জীবনের আগে ছিলেন বাস কন্ডাক্টর। সে সময় কর্ণাটক বাস সার্ভিসের আরেক সহকারী ছিলেন পি রাজ বাহাদুর। যার সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে রজনীর। এ বন্ধুটিই মনপ্রাণ উজাড় করে ভালোবাসতেন রজনীকে। কারণ রজনীর মধ্যে ছিল অভিনয়সহ নানা গুণ, সেই সঙ্গে তাদের বিনোদিতও করতেন রজনী। আর এ গুণকে কাজে লাগাতে চাইতেন বন্ধু বাহাদুর। বন্ধু বাহাদুরের উৎসাহে চেন্নাইয়ের একটি অভিনয় একাডেমিতে ভর্তি হয়ে যান রজনীকান্ত। কিন্তু কোচিংয়ের জন্য বেশি সময় কাজ করতে পারেন না বলে সে মতো টাকাও উপার্জন করতে পারেন না তিনি। ফলে দুই বছরের মেয়াদে যে অভিনয়ে কোচিংয়ে ভর্তি হয়েছেন তার খরচ মেটানোও দায় হয়ে পড়ে। কিন্তু এবারও পাশে দাঁড়ান সেই বন্ধু বাহাদুর। কোর্স শেষ হওয়ার আগ পর্যন্ত রজনীকান্তকে অর্থ দিয়ে সহায়তা করেন তিনি।

 

যেভাবে সিনেমায় 

১৯৭৫ সালে তামিল নির্মাতা কে বালাচন্দন ‘অপূর্ব রাগাঙ্গল’ নামের সিনেমায় প্রথমবার কাস্ট করেন রজনীকে। প্রথম সিনেমায়ই মাত করে দেন রজনীকান্ত। সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। আর পিছু ফিরতে হয়নি তাঁকে। অভিনয়ের যে ঝড় তাঁর মধ্যে নির্মাতারা দেখেন তা আর বাকি ক্যারিয়ারে হতাশ করেনি রজনীকে। সব শ্রেণির দর্শক ভিন্ন এক অভিনেতাকে দেখতে পান। বিশেষ করে তিনি যে অবস্থান থেকে উঠে গিয়ে নায়ক হয়েছেন সে বিষয়টিও মানুষকে সম্মোহিত করে। সেই সঙ্গে তাঁর দুর্দান্ত অভিনয়েও মানুষ মগ্ন হয়ে যায়। একের পর এক সিনেমার প্রস্তাব পেতে থাকেন তিনি। ভারতের বিভিন্ন অঞ্চলের সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রসহ অন্য দেশের সিনেমায়ও অভিনয় করেছেন। রজনীকান্তের ছবি মুক্তি মানে শুধু ছবি মুক্তি নয়। একটা উৎসবের ব্যাপার। কারণ থালাইভার ছবি মুক্তি মানেই তামিলে সব বন্ধ। অফিস আর কাজ ফেলে বা ছুটি নিয়ে সবাই হলে ছোটেন বলে অনেক অফিস ছবি মুক্তির দিন বন্ধ রাখা হয়। দক্ষিণী এই সুপারস্টার এমন এক অভিনেতা, যিনি ২০১৯ সালে বয়স প্রায় সত্তরের কোঠায় পৌঁছানোর পরও ‘কালা’ ও ‘টু জিরো’র মতো ব্লকবাস্টার ছবি উপহার দিতে পারেন। তামিল, হিন্দি, মারাঠি, এমনকি মার্কিন ছবি নিয়ে রজনীকান্ত অভিনয় করেছেন ১৭৫-এরও বেশি ছবিতে।

 

পেয়েছেন রাষ্ট্রীয় সম্মান

অনবদ্য দক্ষ অভিনয়ের কারণে ভারত সরকার রজনীকান্তকে ‘পদ্মভূষণ’ ও ‘পদ্মবিভূষণ’ দিয়ে সম্মানিত করেছে। এ ছাড়া অভিনয় জীবনে জাতীয়সহ নানা উল্লেখযোগ্য সম্মাননায় ভূষিত হন তিনি।

 

সর্বোচ্চ পেইড অ্যাক্টর

২০০৭ সালে, ‘শিবাজি’ ছবিতে অভিনয় করে ২৬ কোটি টাকা উপার্জন করেন রজনী। সেই সময়ে জ্যাকি চ্যানের পর তিনিই ছিলেন এশিয়ার সর্বোচ্চ ‘পেইড অ্যাক্টর’। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘কোচাদাইয়া’ অ্যানিমেটেড ছবিতে রজনী অভিনয় করেন তিনটি চরিত্রে।

 

৭৩ বছরেও অপ্রতিরোধ্য

ভারতের দক্ষিণী সিনেমার খ্যাতিমান তারকা ৭৩ বছর বয়সী অপ্রতিরোধ্য রজনীকান্তকে নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। গত ১০ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর ১৬৯তম সিনেমা ‘জেলার’। বিশ্বজুড়ে ৪ হাজার স্ক্রিনে মুক্তি পায় সিনেমাটি। এই ৪ হাজার স্ক্রিনের মধ্যে ৮০০টি শুধু তামিলনাড়ুর। সিনেমাটি মুক্তির দিন সকাল থেকেই ভারতের প্রতিটি সিনেমা হলের সামনে দেখা গেছে দর্শকের বিশাল সারি। তামিলে হলের সামনে সামনে চলেছে উৎসব। থালাইভার ফ্যানরা নেচেগেয়ে মাতান চারদিক। ২০২৩ সালে মুক্তি পাওয়া তামিল সিনেমার প্রি-বুকিংয়ের সব রেকর্ড ভেঙেছে সিনেমাটি। এটি সুপারস্টার রজনীকান্তর জন্য ১১তম চলচ্চিত্র, যা ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। এমন পড়ন্ত বয়সেও কীভাবে কর্মে জীবন্ত থাকা যায় তার অনন্য উদাহরণ যদি বলা হয় ‘রজনীকান্ত’, তাহলে কি ভুল বলা হবে। মোটেও না।

 

অমিতাভের চরিত্রে অভিনয় করতে চান

অমিতাভ বচ্চন অভিনীত ‘শামিতাভ’ ছবিটি রিমেক করতে চান জানিয়ে সাংবাদিকদের রজনীকান্ত বলেন, আর বালকির পরিচালনায় ‘শামিতাভ’ ছবিতে অভিনয় করতে চান তিনি। আগামীতে নিজের এ স্বপ্ন পূরণ করতে চান এবং অমিতাভের চরিত্রে অভিনয় করবেন তিনি।

 

আসল নাম ও জন্ম পরিচয়

রজনীকান্তের আসল নাম শিবাজি রাও গায়কোয়াড। বিশ্ববাসী চেনে রজনীকান্ত হিসেবে। এক মারাঠি পরিবারে জন্ম। ১৯৫০ সালের ১২ ডিসেম্বরে। মা রমাবাই ছিলেন গৃহবধূ ও বাবা রামোজি রাও গায়কোয়াড ছিলেন পুলিশের কনস্টেবল। স্ত্রী লতা রঙ্গচারির সঙ্গে আলাপ হয় তিনি যখন রজনীকান্তের সাক্ষাৎকার নিতে এসেছিলেন। রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বরিয়া বিয়ে করেছেন দক্ষিণী তারকা ধানুশকে। রজনীকান্তের দ্বিতীয় ও ছোট মেয়ে সৌন্দর্যা বিয়ে করেছেন শিল্পপতি অশ্বিন রামকুমারকে।

 

তাঁর ছবি মুক্তিতে থাকে অফিস ছুটি

রজনীকান্তের সিনেমা মুক্তি মানেই উৎসবের ঝড় বয়ে যাওয়া। তাই ওই দেশের সরকারও বুঝে গেছে রজনীকান্তের ছবি ছবিঘরে ওঠা মানেই নিয়ম ভেঙে সবার ছবি ঘরের দিকে ছোটা। এ জন্যই বন্ধ থাকুক সব অফিস।

সর্বশেষ খবর