বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

না-ফেরার দেশে সৈয়দ সালাহউদ্দিন জাকী

শোবিজ প্রতিবেদক

না-ফেরার দেশে সৈয়দ সালাহউদ্দিন জাকী

চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী আর নেই। সোমবার রাত ১১টা ৫৩ মিনিটে রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। ১৯৪৬ সালের ২৬ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। জানা গেছে, সেদিন সন্ধ্যায়ও ধানমন্ডির বাসায় ছিলেন। সব ঠিকঠাকই চলছিল। রাত ১০টার পর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর দ্রুত রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপর হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। নির্মাতা পরিচয়ের বাইরেও সৈয়দ সালাহউদ্দিন জাকী কাহিনিকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক হিসেবে পরিচিত। ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত নিজের প্রথম চলচ্চিত্র ‘ঘুড্ডি’ দিয়ে দর্শকদের পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদেরও মন জয় করেন তিনি। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর ‘লাল বেনারসি’, ‘আয়না বিবির পালা’সহ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন। গত শতকের নব্বই দশকের শেষ দিকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও কর্মরত ছিলেন তিনি। সম্প্রতি তিনি ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় দুটি চলচ্চিত্রের কাজ শেষ করেন। একটি ‘অপরাজেয় একা’ অন্যটি ‘ক্রান্তিকাল’। তবে বার্ধক্যজনিত অসুস্থতার কারনে ইচ্ছামতো ছোটাছুটি করতে পারতেন না। মন চাইলে যখন তখন শুটিংয়েও যেতে পারতেন না। তারপরও তাঁকে দমানো যায়নি। হুইলচেয়ারে বসেই ‘অপরাজেয় একা’ সিনেমাটি বানান ‘ঘুড্ডি’খ্যাত এই নির্মাতা।

সর্বশেষ খবর