শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
কথোপকথন

চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সুযোগ খুঁজি

শোবিজ প্রতিবেদক

চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সুযোগ খুঁজি

মডেল-অভিত্রেী সুনেরাহ বিনতে কামাল। প্রথম চলচ্চিত্র ‘ন ডরাই’-তে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আজ সারা দেশসহ কানাডা-যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে সুনেরাহ অভিনীত ‘অন্তর্জাল’ মুক্তি পাচ্ছে।  নানা বিষয়ে আজ তাঁর ইন্টারভিউ-

 

দীর্ঘদিন পর ‘অন্তর্জাল’ প্রেক্ষাগৃহে আসছে। বিষয়টি ভেবে কেমন লাগছে?

হ্যাঁ, কাজটি অনেকদিন আগে করেছি। তবে শেষমেশ হলে আসছে, সেটা আমার জন্য আনন্দের।

 

এটি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে?

সিনেমার প্লটটি খুবই অন্যরকম। সেই সঙ্গে স্টোরি টেলিং খুব ইন্টারেস্টিং। দর্শকদের ভালো লাগবে আশা করছি।

 

বন্ধু সিয়ামের সঙ্গে অন্তর্জালে অভিনয়। অভিজ্ঞতা কেমন ছিল?

সত্যি কথা বলতে অন্তর্জাল টিমটার সঙ্গে কাজ করে বেশ আনন্দ পেয়েছি। একদিকে সিয়াম আমার বন্ধু এবং অন্য যারা আছেন তাদের সঙ্গেও বোঝাপড়াটা বেশ ভালো ছিল। কাজের অভিজ্ঞতা এক কথায় ওয়ান্ডারফুল। সিয়ামের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার, আমাদের কেমিস্ট্রি দর্শকরা কীভাবে নেয়, সেটা দেখার অপেক্ষায় আছি।

 

প্রিয়ম চরিত্রটি চ্যালেঞ্জিং ছিল?

রোবটপ্রেমী প্রিয়ম চরিত্রে অভিনয় করেছি। আমি সব সময় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সুযোগ খুঁজি। এই প্রিয়ম চরিত্রটি ঠিক আমার মনের মতো। যেখানে থ্রিলার, অ্যাডভেঞ্চার আর একটা সুন্দর গল্প ছিল।

 

নায়িকা হওয়ার ইচ্ছে ছিল?

সিনেমায় কাজ করার ইচ্ছে অনেক আগে থেকেই। বলা যায়, ছোটবেলা থেকেই নায়িকা হওয়ার ইচ্ছা। তাই ছোটবেলায় নাচ শিখতাম।

 

এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে তেমন করে কি সমস্যায় পড়তে হয়েছে?

আমার গায়ের রং আর কাটা দাগ নিয়ে অনেক কথা শুনতে হয়েছে। এটা অবশ্য ফিল্মে যখন আসি। অনেকে বলেছে, এখন তো প্লাস্টিক সার্জারি করে এটা ঠিক করা যায়। অনেকেই তো করছে, তুমি কেন করছ না? আমি সব সময় বলেছি, আমি যেমন আছি তেমনই থাকব।

 

প্রথম সিনেমায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপরও কিছু শেখার বাকি রয়েছে বলে মনে হয়?

অনেক রয়েছে। কেবল তো শুরু শেখার। আর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া কোনো চলচ্চিত্র শিল্পীর জন্য এটি বড় প্রাপ্তি। আমি মনে করি, এই সম্মান পাওয়ার পর দায়িত্ব আরও বেড়ে গেছে।

 

অভিনয়ে প্রশংসিত হলেও কাজের সংখ্যাটা কম কেন?

আমি কিন্তু শুরু থেকেই গল্প আর চরিত্রের ব্যাপারে খুবই সচেতন। তাই কাজের সংখ্যাটা কম।  এর জন্য বাছাইয়ের সুযোগটাও বেশি থাকে। চেষ্টা থাকে, কাজটি করব সেটি যেন দর্শকের ভালো লাগে। তারা যেন নতুন কিছু পান। আর বেশি পারিশ্রমিকের চেয়ে ভালো কাজের গুরুত্ব সব সময় বেশি।

 

সুনেরাহ কি সিঙ্গেল নাকি মিঙ্গেল?

সিঙ্গেল। আমার রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেলই থাকবে। হা হা হা...।

আসলে আমি ক্যারিয়ার গড়তে চাই। ভালো কাজ করে যেতে চাই। তবে অবশ্যই বেছে বেছে।

সর্বশেষ খবর