রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ঢাকায় আসছেন অঞ্জন দত্ত

শোবিজ প্রতিবেদক

ঢাকা মাতাতে আসছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত। গত বছরের অক্টোবরে ঢাকায় এসে গান শুনিয়ে মুগ্ধ করেছিলেন শ্রোতা-দর্শকদের। আবারও অঞ্জন ভক্তদের জন্য সুখবর দিলেন এ গায়ক। ফের ঢাকায় আসছেন তিনি। কনসার্টির আয়োজন করছে কারখানা ও আর্কলাইট ইভেন্টস। আসার আগে অঞ্জন দত্ত ভক্তদের কাছে চেয়েছেন গানের তালিকা। বৃহস্পতিবার সন্ধ্যায় অঞ্জন দত্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, প্রিয় ঢাকা, আমি অঞ্জন দত্ত আর আহমেদ হাসান সানি আগামী ৩০ সেপ্টেম্বর আসছি ঢাকার আলোকি অডিটরিয়ামে। মূলত একটা সন্ধ্যা আপনাদের সঙ্গে গান, স্মৃতিচারণ, আড্ডা, মানে সব মিলিয়ে একটা আনন্দের সময় কাটাতে এসে পড়ব। দর্শকদের উদ্দেশে অঞ্জন বলেন, দেখা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর