সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
ক থো প ক থ ন

আমার তো ঈদ ঈদ ফিল হচ্ছে

আমার তো ঈদ ঈদ ফিল হচ্ছে

ঢাকাই চলচ্চিত্রের গ্লামার গার্ল বিদ্যা সিনহা মিম। প্রতিনিয়ত বড় পর্দা ও ওটিটিতে নিজেকে নতুন করে হাজির করছেন। দেশের সীমানা পেরিয়ে ওপারেও নিজের অভিনয় দ্যুতি ছড়াচ্ছেন। সম্প্রতি ‘অন্তর্জাল’-এ ভিন্ন চরিত্রে দর্শকদের সামনে এসেছেন। তার সঙ্গে সাম্প্রতিক কাজ ও ব্যস্ততা নিয়ে কথা বলেছেন - পান্থ আফজাল

 

অবশেষে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অন্তর্জাল’ মুক্তি পেল। প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখলেন, কেমন লাগল?

অনেক ভালো লাগছে আমার। আমার তো আজ ঈদ ঈদ ফিল হচ্ছে। শুক্রবার সকাল থেকে রেসপন্স খুবই ভালো। যারা ছবিটি দেখেছেন সবাই খুবই খুশি, একদম অন্যরকম একটা সিনেমা দেখেছেন।

 

সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট নিশাত চরিত্রে অভিনয়টা কতটা চ্যালেঞ্জিং ছিল আপনার কাছে?

যেহেতু আমার চরিত্রটি ছিল সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট সেহেতু চরিত্রটি প্রেজেন্ট করা সত্যিই অনেক চ্যালেঞ্জিং ছিল। সারাক্ষণ আমার মধ্যে টেনশন কাজ করত। ভাবতাম, ওরা কীভাবে কাজ করে। ওদের কাজের সিস্টেমটা কী। তো এটা সম্পর্কে আমাকে আগে থেকেই জানতে হয়েছে। ওদের অফিসে গিয়েছি। সারা দিন থেকে ওদের কাজ সম্পর্কে জেনেছি। কারণ আমি যেখানে কাজ করি সেখানে আমার কাজ আর ওদের কাজ একদম আকাশ-পাতাল পার্থক্য। সাইবার রিলেটেড কোনো বিষয়ে আমার কোনো আইডিয়াও ছিল না। তো কাজ করতে গিয়ে অনেক অনেক কিছু জেনেছি।

 

তিন বছর আগে বানানো এ ফিল্মটি এখনকার সময়কে কি কানেক্ট করতে পেরেছে বলে মনে হয়?

কানেক্ট করতে পেরেছেন বলে মনে হয়। গল্পটা তো এখনকারই গল্প। এটি যদিও তিন বছর পর রিলিজ হয় তাও সেই সময়েরই। ওদিক থেকে তাই সব ঠিকঠাক আছে।

 

প্রথমবারের মতো এ বি এম সুমনের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

সুমন ভাইয়ের সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে। তিনি খুবই কমফোর্টেবল। সেটে খুবই মজা করে, সো ভালো লাগে।

 

আর সিয়াম, সুনেরাহ, অমিত সিনহা, কিটো ভাইয়ের সঙ্গে...

ওদের সঙ্গে আমার কম কাজ হয়েছে। আর ছবিতে তো সিয়াম আমার জুটি না। দুই-তিন দিনের কাজ ছিল। ওই টাইমটাতে এত বেশি সিকুয়েন্স-সংলাপ ছিল যে, ওটার প্রিপারেশন নিতে বাকি সব ভুলে গিয়েছিলাম। তবে অন্তর্জাল টিমটা জোস ছিল।

 

বারবার ছবি রিলিজের ডেট পরিবর্তনে কি বিরক্ত হয়েছিলেন?

ছবি রিলিজ হবে সেটা তো জানতাম। সেটা হয়তো ভালো একটা সময়ে করার পরিকল্পনা ছিল সবার। তবে হ্যাঁ, অনেকবার আসার প্ল্যান করেও ছবির প্রমোশনে হয়তোবা আসতে পারিনি। একটা জিনিস বিলিভ করি, যা লাইফে হয় সেটা ভালোর জন্যই হয়। হয়তো ছবির ভালোর জন্যই সে সময়ে ছবিটা রিলিজ হয়নি।

 

জিতের সঙ্গে অভিনয় করা ‘মানুষ’ কেমন হবে?

এ নিয়ে এখনো প্রোডাকশন থেকে বলা নিষেধ। হয়তোবা ট্রিজার দিয়ে আসার পর ওরা জানাবে। আমি আগে থেকে কোনো কিছু না বলি?

 

ওপার বাংলায় আর কোনো কাজের কথা হয়েছে?

কিছু কাজের কথাবার্তা চলছে। ব্যাটে-বলে মিলে গেলে কাজ হবে।

 

সম্প্রতি থাইল্যান্ডে ঘুরে এলেন হাজব্যান্ডসহ। ট্যুর কেমন হলো?

অনেক ভালো। আমার হাজব্যান্ডের বার্থডে ছিল। সো ওকে অনেক ধরনের সারপ্রাইজ দিয়েছি। দুজনে অনেক ইনজয় করেছি।

 

‘দিগন্তে ফুলের আগুন’-এর জার্নি কেমন হলো?

দারুণ একটি জার্নি। আসলে আমি সব সময় ভালো গল্প ও ভালো চরিত্রের সঙ্গে থাকতে চাই।

সর্বশেষ খবর