মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

রিয়াজের আক্ষেপ

শোবিজ প্রতিবেদক

রিয়াজের আক্ষেপ

চিত্রনায়ক রিয়াজ বলেন, চট্টগ্রাম অনেক ডেভেলপ হয়েছে। চট্টগ্রামে চমৎকার রাস্তা তৈরি হয়েছে, চট্টগ্রামে টানেল তৈরি হয়েছে, কর্ণফুলীর নিচ দিয়ে। আবার এটা ঠিক যে, চট্টগ্রামের অনেক রাস্তা আছে, অনেক এলাকা আছে  যেখানে অল্প পানিতে ডুবে যায়। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে  মেয়র ও দায়িত্বরত মেয়রকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে রিয়াজ বলেন, এটা আমাদের কারও কাছেই কাম্য নয়। আমরা বলি বীর চট্টলা, এটা একটা পোর্ট সিটি। আমাদের যাবতীয় উন্নয়নের সব কিছু চট্টগ্রাম থেকেই আসে। এক্ষেত্রে আমি বলব নিচু অঞ্চলগুলোর জলাবদ্ধতা নিরসনে যেখানে যিনি দায়িত্বরত আছেন, সিটি মেয়র আছেন, তাদের পজিটিভলি কাজ করতে হবে। জলাবদ্ধতার কারণ হিসেবে প্লাস্টিকের বোতলের কথা উল্লেখ করে রিয়াজ বলেন, আমরা পানি খেয়ে প্লাস্টিকের বোতল ফেলে দিই, হাজার হাজার টন প্লাস্টিকের বোতল এসব ড্রেনের মুখে আটকে যায়। এ বিষয়ে আমাদের সতর্ক হওয়া উচিত। এটি অবশ্যই নাগরিক সচেতনতা।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর