সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

১৩ অক্টোবর ‘মুজিব : একটি জাতির রূপকার’

শোবিজ প্রতিবেদক

১৩ অক্টোবর ‘মুজিব : একটি জাতির রূপকার’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত হয় সিনেমা- ‘মুজিব : একটি জাতির রূপকার’। ১৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত এ ছবিটি। গতকাল রাজধানীতে আয়োজিত ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘সিনেমাটি বাস্তব ইতিহাসের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। ১৫ আগস্টের ঘটনাটি দিয়ে সিনেমাটি শেষ হয়েছে। খুনিরা কীভাবে ১০ বছরের রাসেলকে হত্যা করল সেটি দেখা খুবই কষ্টকর। এটি জাতির জন্য ইতিহাসের একটি দলিল। বঙ্গবন্ধু কীভাবে জাতির রূপকার হলেন সেটি এই সিনেমায় চিত্রায়িত হয়েছে।’ বছরখানেক আগে ‘মুজিব’ সিনেমার একটি ট্রেইলার প্রকাশ করা হয়েছিল। গতকাল নতুন আরেকটি ট্রেইলার উন্মুক্ত করা হয়। নতুন কিছু দৃশ্য দিয়েই নতুন এই ট্রেইলার সাজানো হয়েছে। যেখানে বঙ্গবন্ধুর জীবনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনার ঝলক দেখা গেছে। ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ।  তাঁর সঙ্গে আরও আছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, তৌকীর আহমেদ, মিশা সওদাগর, জায়েদ খান প্রমুখ। ছবিটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায়। জানা গেছে, একই দিন ভারতেও ছবিটি মুক্তি পেতে পারে।

 

সর্বশেষ খবর