বুধবার, ৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বুবলী-রাজের ‘দেয়ালের দেশ’

শোবিজ প্রতিবেদক

বুবলী-রাজের ‘দেয়ালের দেশ’

পর্দায় প্রথমবার একসঙ্গে দেখা যাবে শরিফুল রাজ ও শবনম বুবলীকে। সিনেমার নাম ‘দেয়ালের দেশ’। সরকারি অনুদানে সিনেমাটি বানিয়েছেন মিশুক মনি। ছবির সিনেমাটোগ্রাফার সাহিল রনি, সাউন্ড ডিজাইনে রিপন নাথ এবং মিউজিকে ইমন চৌধুরী। এ সিনেমায় আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, স্বাগতা, সমাপ্তি মাসুক, সাবেরী আলম, শাহাদাত হোসেন, আজম খান প্রমুখ। গতকাল সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয় সিনেমার প্রথম পোস্টার। সেখানে দেখা যাচ্ছে লাশঘরের ফ্রিজারে বুবলীর লাশ। তার পাশেই বসে আছেন শরিফুল রাজ। পোস্টার উন্মোচনের পর জানানো হয়, এ বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দেয়ালের দেশ। নির্মাতা মিশুক মনি বলেন, ‘দেয়ালের দেশ মূলত প্রেমের গল্পের সিনেমা। প্রেমের মধ্যে যে তীব্রতা থাকে, সেটিই পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’ বুবলী বলেন, ‘গল্প পড়েই ভীষণ ভালো লেগেছিল। এর গল্পটা ভিন্ন আঙ্গিকের। এ ধরনের চরিত্রে এর আগে কাজ করা হয়নি।’ এটির কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন মিশুক মনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর