শনিবার, ৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

তান্ত্রিকের শিষ্য সজল

শোবিজ প্রতিবেদক

তান্ত্রিকের শিষ্য সজল

একটা অন্ধকার ঘর। মেঝেতে আঁকা কিছু নকশা। চারপাশে বেশ কিছু মোমবাতি। তান্ত্রিক বেশে হাত উঁচু করে মন্ত্র পাঠ করছেন জওহরলাল। সঙ্গে একটা পুরনো ট্রাংক খুলে তার ভিতর থেকে মাথার খুলি ও কয়েকটা হাড়সহ কিছু জিনিসপত্র বের করে মেঝেতে রাখছেন। তবে তিনি ঠিক কী করছেন প্রথম দেখায় কেউ অনুমান করতে পারবে না। এই জওহরলালের বয়স নাকি ৩০০ বছর। এমনই এক রহস্যময় গল্পে নির্মিত হয়েছে নাটক ‘জওহরলালের ডায়েরি’। অনুপম দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জামাল মল্লিক। এতে জওহরলালের চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত। তার শিষ্য মোহনলালের চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল। এছাড়াও রয়েছে অভিনেত্রী সুমাইয়া অর্পা। নির্মাতা জামাল মল্লিক বলেন, ‘জওহরলালের ডায়েরি’ মূলত তান্ত্রিকের গল্প।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর