শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

রুদ্রকে নিয়ে সুকান্ত গুপ্ত

শোবিজ প্রতিবেদক

কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ দ্রোহ ও প্রেমের অনুপম কাব্যভাষা নির্মাণে বাঙালি কবিদের মধ্যে উজ্জ্বলতম। পূজা এবং কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুনির্বাচিত প্রেমের কবিতা নিয়ে তরুণ প্রতিভাবান আবৃত্তিশিল্পী সুকান্ত গুপ্তর ত্রয়োদশ আবৃত্তি অ্যালবাম ‘আমি সেই অভিমান’। প্রাজ্ঞজন ওপার বাংলার বরেণ্য আবহসংগীত শিল্পী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের আবহে নির্মিত এ আবৃত্তি অ্যালবাম প্রকাশ পেয়েছে জি সিরিজ হতে। উল্লেখ্য, সুকান্ত গুপ্ত বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের নিয়মিত আবৃত্তিশিল্পী। তিনি সংবাদ পাঠক হিসেবেও নিয়োজিত আছেন।

সর্বশেষ খবর