শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

এক গানে ১০ শিল্পী

শোবিজ প্রতিবেদক

এক গানে ১০ শিল্পী

দেশের একাধিক প্রজন্মের ১০ জন শিল্পী একত্র হয়েছেন একটি গানে। যার শিরোনাম ‘শাবাশ সোনার বাংলাদেশ’। দেশাত্মবোধক এই গান বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সচিবালয়ের তথ্য অধিদফতর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গানটির কথা লিখেছেন হাসানুজ্জামান মাসুম। সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। ভিডিও নির্দেশনায় গাজী শুভ্র। গানটিতে কণ্ঠ দিয়েছেন নকীব খান, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, এলিটা করিম, দিলশাদ নাহার কণা, সোমনূর মনির কোনাল, কিশোর দাস, জামান সাইফ, সাজ্জাদ হোসেন শাওন ও ইমরান মাহমুদুল। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘আজকের প্রেক্ষাপটে এমন একটি গান রচনার জন্য আমি গীতিকারকে এবং সুরকার বাপ্পা মজুমদারসহ যাঁরা এতে অংশ নিয়েছেন তাঁদের ধন্যবাদ জানাই।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর