শিরোনাম
রবিবার, ২২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
ঝড়ের পাখীর ৫০ বছর

খান আতার নাম শুনেই রাজি হয়ে গেলেন রাজ্জাক

সি বি জামান

আলাউদ্দীন মাজিদ

খান আতার নাম শুনেই রাজি হয়ে গেলেন রাজ্জাক

‘ঝড়ের পাখী’, ১৯৭৩ সালে মুক্তি পাওয়া একটি সুপারহিট ছবি। ছবিটি পরিচালনা করেছিলেন ‘সি বি জামান’। এটিই তাঁর নির্মিত প্রথম ছবি। এর আগে তিনি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা খান আতাউর রহমানের সহকারী ছিলেন। দেশ স্বাধীনের আগে খান আতা এক দিন তাঁর তিন সহকারী সিবি জামান, আতাহার ও সাকি মুস্তাফাকে বললেন তোমরা তিনজন তিনটি গল্প নির্বাচন কর, যেটি আমার পছন্দ হবে সেটি দিয়েই আমি ছবি নির্মাণ করব। তিনজনই তিনটি গল্প তৈরি করলেন। এর মধ্যে সি বি জামান নির্বাচন করলেন বিখ্যাত ঔপন্যাসিক নীহাররঞ্জন গুপ্তের ‘বধূ’ গল্পটি। এরই মধ্যে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেছে। দেশ স্বাধীনের পর খান আতা ওই তিন সহকারীর কাছে গল্প চাইলেন। তিনি পছন্দ করলেন সি বি জামানের গল্পটি। কিন্তু গুরু খান আতাকে সি বি জামান বললেন গুরু ছবিটি আমি বানাতে চাই। খান আতা বললেন ঠিক আছে বানাও। তারপর তিনি ‘ঝড়ের পাখী’ নাম দিয়ে ছবিটি নির্মাণের প্রস্তুতি নিলেন। খান আতার প্রিয় নায়ক ছিলেন আজিম। তাঁকে নিতে বললে সি বি জামান বলেন, গুরু আমার গল্পের সঙ্গে আজিম যায় না। আমি রাজ্জাককে নিয়ে কাজ করতে চাই। তিনি বললেন ঠিক আছে কর। নায়িকা হিসেবে শাবানার কথা ভাবলেন জামান। তখন শাবানার চলচ্চিত্রের অভিভাবক ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মুস্তাফিজ। তাঁর কাছে গিয়ে শাবানাকে নেওয়ার কথা জানালে তিনি জামানকে বললেন ঠিক আছে তাঁকে ২০ হাজার টাকা পারিশ্রমিক দেবে এবং সাইনিং মানি হিসেবে ৫ হাজার টাকা দাও। আতা ভাই বললেন রাজ্জাককেও একই পারিশ্রমিক দেবে। জামান বললেন ঠিক আছে। রাজ্জাকের কাছে গেলে তিনি ছবিটির সঙ্গে খান আতা যুক্ত আছে জেনে বিনা বাক্যে রাজি হয়ে যান। কারণ খান আতার প্রোডাকশনে তাঁর কাজ করার খুব ইচ্ছা ছিল।

নির্মাতা সি বি জামান এভাবেই ছবিটি নির্মাণের স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, ১৯৭৩ সালের ৩ জানুয়ারি ছবিটি মুক্তির তারিখ চূড়ান্ত হলো। কিন্তু ৯ জানুয়ারি ছিল জাতীয় সংসদ নির্বাচন। এ অবস্থায় কীভাবে ছবিটি চালানো যায়, বুদ্ধি বের করলেন। তিনি তাঁর গুরু খান আতাকে বললেন আমাকে একটি হেলিকপ্টারের ব্যবস্থা করে দিন। তিনি দিলেন। নির্মাতা জামান বলেন, আমি হেলিকপ্টারে চড়ে সারা দেশে হেলিকপ্টার থেকে ছবিটির লিফলেট ছড়িয়ে দিলাম। এমন ভিন্নধর্মী প্রচারণায় ছবিটির প্রথম তিন দিনের শোর টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেল। ওই ছবিতেই প্রথম অভিনয় করেন দারাশিকো এবং অভিনেত্রী আনোয়ারের বোন নার্গিস। প্রখ্যাত অভিনেত্রী আয়েশা আক্তার ষাটের দশকে ফতেহ লোহানীর ‘আসিয়া’ নামে একটি ছবি করার পর ছবির কাজ ছেড়ে দিয়ে বেতারের জনপ্রিয় অনুষ্ঠান ‘মৌলিক গণতন্ত্র’-এ মজিদের মায়ের চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়ে গেছেন। সি বি জামান বললেন তাঁকে অনেক অনুরোধ করে এই ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করাই। চরিত্রটি করে তিনি এতই দর্শকপ্রিয়তা পেয়ে গেলেন যে, আমৃত্যু তিনি চলচ্চিত্রে মায়ের ভূমিকায় অভিনয় করে যান। ৩ লাখ টাকা বাজেটের এই ছবিটি তখন প্রায় ৭ লাখ টাকা ব্যবসা করে। নির্মাতা সি বি দুঃখ করে বলেন, এখন সাহিত্যই কেউ পড়ে না, তাই সাহিত্যনির্ভর চলচ্চিত্র নির্মাণ কীভাবে হবে। এসব ছবির প্রতি মধ্যবিত্ত পরিবারের মহিলাদের আকর্ষণ বেশি ছিল বলে তারা পরিবার নিয়ে সিনেমা হলে যেতেন এবং ছবিটি হিট হতো। ‘ঝড়ের পাখী’ মুক্তির ৫০ বছর পরও সি বি জামান ছবিটির কথা মনে করে স্মৃতিকাতর হয়ে পড়েন।

সর্বশেষ খবর