বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

আসছে তৌকীরের ‘আজব ছেলে’

শোবিজ প্রতিবেদক

আসছে তৌকীরের ‘আজব ছেলে’

মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘আজব ছেলে’ অবলম্বনে নির্মিত সরকারি অনুদানের সিনেমা ‘আজব ছেলে’। সিনেমাটি পরিচালনা ও চিত্রনাট্য লিখেছেন নন্দিত নির্মাতা মানিক মানবিক। এটিতে কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা-নির্মাতা ও নাট্যকার তৌকীর আহমেদ। ১৯ নভেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। মানিক মানবিক পরিচালিত এ সিনেমা প্রশংসার সঙ্গেই সেন্সর ছাড়পত্র পেয়েছে আগেই। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন রিদওয়ান সিদ্দিকী। বিশেষ চরিত্রে আরও অভিনয় করেছেন তাহমিনা অথৈ, সাজু খাদেম, মনিরুজ্জামান ফিরোজ, ফয়সাল আহমেদ, শারমিন, ফকির বিপ্লব, সানজিদা লতা, স্বর্ণ সাহা, শহিদুল শামীম প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালক হিসেবে আছেন সানী জুবায়ের। মুক্তি প্রতীক্ষিত এই সিনেমাটি নিয়ে নির্মাতা মানিক মানবিক বলেন, ‘কাজটি আমরা সবাই হৃদয় দিয়ে করেছি। ২০২২ সালে সেন্সর থেকে কোনো কর্তন ছাড়াই আমাদের ছাড়পত্র দেওয়া হয়। এরপর মুক্তির তারিখ নিয়ে আমরা নানা চিন্তাভাবনা করি। অবশেষে মুক্তির তারিখ নির্ধারণ হয়েছে। আশা করছি, দর্শকদের একটি মানবিক গল্প উপহার দিতে পারব। সবাইকে নভেম্বরের ১৯ তারিখ প্রেক্ষাগৃহে আমন্ত্রণ রইল।’ মডেল-অভিনেত্রী অথৈ বলেন, ‘আজব ছেলে’ মূলত একটি শিশুতোষ চলচ্চিত্র। আমি এতে মলি চরিত্রে অভিনয় করেছি। যে বেশ বিচক্ষণ ও বুদ্ধিমতী একটি মেয়ে। সহশিল্পী হিসেবে তৌকীর ভাইকে পেয়েছি। তাঁর কাছ থেকেও অভিনয় সম্পর্কে অনেক কিছু শিখেছি, জেনেছি। পরিচালকের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা রইল। অবশেষে সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ হয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

 

সর্বশেষ খবর