বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

কনসার্টে জেমসের চমক

শোবিজ প্রতিবেদক

কনসার্টে জেমসের চমক

আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে কোক স্টুডিও বাংলা কনসার্ট। এতে গাইবেন কোক স্টুডিও সিজন-২-এর সব শিল্পী। সারপ্রাইজ হিসেবে আরও কয়েকজন শিল্পীকেও কনসার্টে দেখা যেতে পারে। তাঁরা কোক স্টুডিওর সঙ্গে যুক্ত নন। তাঁরা আসবেন অতিথি শিল্পী হয়ে। সেই তালিকায় সবচেয়ে বড় চমক নগরবাউল জেমস। জানা গেছে, আগামী ১০ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টটি। তবে কনসার্টে জেমসের অংশ নেওয়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কোক। এদিকে বেশ কিছু সূত্র বলছে, প্রথম পর্বের কনসার্টের মতো এবারের পর্বেও জেমসকে দেখা যাবে মঞ্চে। তাঁর অংশ নেওয়ার বিষয়টি কনসার্টের এক সপ্তাহ আগে কোক স্টুডিওর ফেসবুক পেজ থেকে জানিয়ে দেওয়া হবে বলে সূত্রটি নিশ্চিত করেছে। সেখানে জেমস গাইবেন তাঁর জনপ্রিয় সব গান। এবারের কনসার্টে গান গাইবেন অর্ণব-সুনিধি, অর্ণব-হামিদা বানু, ইসলাম উদ্দিন পালাকার-প্রীতম, মেঘদল, দলছুট, ফুয়াদ লাইভ, ইমন চৌধুরী, অনিমেষ রায় ও ডটার অব কোস্টাল, ফাইরোজ নাফিজা ও শুভেন্দু দাসসহ অনেকে। এর আগে আঞ্চলিক ভাষার ‘মুড়ির টিন’ দিয়ে ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় সিজন শুরু হয়। প্রথম গানটিই দর্শকের কাছে বেশ সাড়া ফেলে। এতে অংশ নেন দেশের তিন প্রতিভাবান তরুণ শিল্পী রিয়াদ হাসান, তৌফিক আহমেদ এবং পল্লব। বনবিবি, নাহুবো, দাঁড়ালে দুয়ারে, দেওরা, নদীর কূলসহ দ্বিতীয় মৌসুমে ১২টি গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর