মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

লাল জবা কুসুম

শোবিজ প্রতিবেদক

লাল জবা কুসুম

অভিনেত্রী কুসুম শিকদার। ২০০২ সালে তিনি লাক্স-আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হন। ২০১০ সালে ‘গহীনে শব্দ’ সিনেমা দিয়ে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় কুসুম শিকদারের। দ্বিতীয় চলচ্চিত্র ‘লাল টিপ’ দিয়েও প্রশংসা পেয়েছেন। আর কলকাতার গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর বেশ লম্বা বিরতির পর ২০১৮ সালে কাজ করেছিলেন একটি নাটকে। তারপর থেকেই কুসুম শিকদার পর্দায় অনুপস্থিত। ভক্তদের সঙ্গে যোগাযোগ হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেখানে সম্প্রতি লাল টুকটুক শাড়িতে আবেদন ছড়িয়ে দেখা দিলেন কুসুম শিকদার। বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি ফেসবুকে। আলোকচিত্রী শ্রাবণ চৌধুরীর নাম উল্লেখ করা ছাড়া পোস্টগুলোর ক্যাপশনে আর কিছু বলেননি। তবে ভক্ত-অনুরাগীদের নানা মন্তব্যের জবাব দিয়ে যাচ্ছেন লাল টুকটুকে কুসুম। বর্তমানে কি করছেন কুসুম শিকদার? অভিনেত্রী জানালেন, তাঁর নতুন সিনেমা ‘শরতের জবা’ নিয়ে ব্যস্ত আছেন তিনি। এটি আগামী বছরের শুরুর দিকে মুক্তি পাবে।

 

সর্বশেষ খবর