শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

শুরু হয়েছে যাত্রাপালা উৎসব

শোবিজ প্রতিবেদক

শুরু হয়েছে যাত্রাপালা উৎসব

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গতকাল থেকে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ‘গণজাগরণের যাত্রাপালা উৎসব’। ‘শিল্প সংস্কৃতি-ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব। উৎসবে ১২০টি যাত্রাদলের পরিবেশনায় ৪২টি জেলায় ২০ নভেম্বর পর্যন্ত ‘গণজাগরণের যাত্রাপালা উৎসব ২০২৩’ চলবে। ৬ নভেম্বর পর্যন্ত ১৫টি যাত্রাদলের অংশগ্রহণে যাত্রাপালা পরিবেশিত হবে এখানে। আজ স্বাধীন বাংলা নাট্যগোষ্ঠীর পরিবেশনায় যাত্রাপালা ‘আলোর পথে’, যাত্রাদল মহানগরের ‘দবির দফাদার’ এবং যাত্রাদল শিখা নাট্য গোষ্ঠী পরিবেশন করবে যাত্রাপালা ‘বদলে যাওয়া বাংলাদেশ’। ৬ থেকে ২০ নভেম্বর দেশের ৪২টি জেলায় বিভিন্ন দলের পরিবেশনায় চলবে যাত্রাপালা উৎসব।

সর্বশেষ খবর