শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
আলাপন

অবশ্যই অভিনয়ে ফিরব

শোবিজ প্রতিবেদক

অবশ্যই অভিনয়ে ফিরব

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর। টানা তিন দশক দর্শকপ্রিয়তা নিয়ে নিয়মিত অভিনয় করে গেছেন। বর্তমানে অস্ট্রেলিয়ার নাগরিক হিসেবে সে দেশে অবস্থান করছেন তিনি। ২০২০ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় যাওয়ার পর করোনাকাল শুরু হওয়ায় আর দেশে ফিরতে পারেননি তিনি। মুঠোফোনে তাঁর সঙ্গে বলা কথা-

 

কেমন আছেন?

ভালো আছি, তবে দেশের জন্য মনটা সব সময় কাঁদে। যতই বিদেশে থাকি না কেন মনটা কিন্তু দেশের মাটিতেই পড়ে থাকে। এই অবস্থা কিন্তু শুধু আমার নয়, সব বাংলাদেশিরই। নিজ দেশের সব মানুষের মতো আমারও একটিই পরিচয় আমি কিন্তু বাঙালি। বাংলাদেশকে আমি ভালোবাসি। দেশকে নিয়ে গর্ব করি। হয়তো জীবন-জীবিকার প্রয়োজনে অনেকের মতো আমাকেও বিদেশে থাকতে হচ্ছে। আমি দেশকে যেমন ভালোবাসি তেমনি আমার প্রাণের চলচ্চিত্র জগৎকেও অনেক ভালোবাসি। সবার মতো আমারও কমন কথা হলো- ‘চলচ্চিত্র জগৎ আজ আমাকে নাম, খ্যাতি, যশ সবই দিয়েছে, চলচ্চিত্রের কারণেই আজ আমি সবার কাছে ‘অভিনেত্রী শাবনূর’ হতে পেরেছি। তাই শিগগিরই দেশে ফিরে আবারও চলচ্চিত্রের কাজে আত্মনিয়োগ করতে চাই।

 

অস্ট্রেলিয়ায় সময়টা কীভাবে কাটছে?

আইজানের দেখাশোনা আর ফল, ফুল, সবজির বাগান করে সময়টা ভালোই কেটে যাচ্ছে। তাছাড়া ছোট বোনের স্বামীর সঙ্গে এখানে অল্প-স্বল্প ব্যবসা-বাণিজ্য রয়েছে আমার। এসব নিয়ে বেশ আছি। তারপরও দেশের সুখ-শান্তি কোথাও খুঁজে পাই না।

 

আবার অভিনয়ে ফিরতে চান?

অবশ্যই আবার অভিনয়ে ফিরতে চাই। ফেরার জন্য চেষ্টা চলছে। ফিরতে হলে আমাকে আগে ফিট হতে হবে। সে চেষ্টাই করছি। ওজন কমানো খুব কঠিন একটা কাজ। হঠাৎ করে ওজন কমানো সম্ভব নয়। ফিট হওয়ার জন্য আরও সময় প্রয়োজন। চলতি বছরই আবার নিয়মিতভাবে অভিনয় শুরু করার ইচ্ছা আছে। আবার ছবিতে অভিনয় করব। কারণ আমরা ব্যক্তিগতভাবে সবাই খুবই দুঃখী। আমি চাই মানুষকে বিনোদন দিতে। আমি এখনো কাজ করতে চাই। আমাকে নিয়ে যদি তেমন গল্পের ছবি বানাতে চান, আমার মতো করে গল্প বলতে চান, তাহলে অবশ্যই আমি সে সব ছবিতে অভিনয় করব।

 

আপনার কিছু ছবির কাজ অসমাপ্ত রয়েছে, তাই না?

জি হ্যাঁ, মোস্তাফিজুর রহমান মানিক ভাইয়ের ‘এত প্রেম এত মায়া’ ছবিতে আমি আর ববিতা ম্যাডাম একসঙ্গে কাজ করেছি। তাও বেশ কিছুদিন হয়ে গেল। একটি বিদেশি ছবির ছায়া অবলম্বনে চমৎকার গল্পে ছবিটি নির্মাণ করেছেন মানিক। এই ছবির জন্য টাইটেল সংয়েও কণ্ঠ দিয়েছি আমি। এতে আমার আরও কিছু কাজ বাকি আছে। দেশে ফিরলেই শিগগিরই ছবিটির কাজ শেষ করে দেব।

 

অভিনয় থেকে দূরে থাকার পর নিজেকে নায়িকা ভাবতে কেমন লাগে?

অভিনয়কে খুব মিস করি, তবে নিজেকে কখনো নায়িকা ভাবতে পারিনি। আমার মনে হয় আমি অন্য ১০টা সাধারণ মেয়ের মতোই। চলচ্চিত্রটা আমার কাছে সাংস্কৃতিক চর্চা মাত্র। চলচ্চিত্র আমার প্রাণের জায়গা। আমার আসল আবাসস্থল। এখান থেকেই আজকের শাবনূরের জন্ম। চলচ্চিত্রকে মনে-প্রাণে ভালোবাসি কিন্তু নিজেকে নায়িকা ভাবতে লজ্জা লাগে ভীষণ।

 

চলচ্চিত্র নির্মাণে আসবেন?

বর্তমানে চলচ্চিত্রের সময়টা আবারও ভালোর দিকে যাচ্ছে। গত দুই ঈদে বেশ কটি ছবি ভালো ব্যবসা করেছে বলে শুনেছি। আমার বিশ্বাস শিল্পের প্রতি আন্তরিক ও চলচ্চিত্রের সবাই ঐক্যবদ্ধ হলে ছবির ব্যবসা আরও ঘুরবে। চলচ্চিত্র আরও ভালো অবস্থানে যাবে। তখন অনেকেই আবার চলচ্চিত্র নির্মাণে ফিরবে। ছবি পরিচালনা করার ইচ্ছার কথা আগেই জানিয়েছিলাম। তাও করব। শুধু সব গুছিয়ে নিতে একটু সময় দরকার। আর কিছু নয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর