শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

নওশাবার মেঘনা কন্যা

শোবিজ প্রতিবেদক

নওশাবার মেঘনা কন্যা

নওশাবা আহমেদকে এবার মিলবে বেশ বড় পরিসরে; ‘মেঘনা কন্যা’ সিনেমা মুক্তির মাধ্যমে। ফুয়াদ চৌধুরী নির্মিত এই সিনেমাটি ১৭ নভেম্বর মুক্তি পাচ্ছে। নারী পাচার নিয়ে নির্মিত হয়েছে ভিন্ন গল্পের এই সিনেমাটি। এতে দেখা যাবে, নারী পাচার নিয়ে গ্রাম ও শহরের দুই নারীর শিকল ভাঙার গল্প। নির্মাতার মতে, ‘নারী পাচারের মতো একটি কঠিন বিষয়ের সঙ্গে গ্রামীণ পটভূমিতে বলা সিনেমাটির গল্পে রয়েছে দর্শকের জন্য পর্যাপ্ত বিনোদন। পর্দায় নানারকমের সামাজিক বাধার সম্মুখীন হওয়া ভিন্ন দুটি অবস্থানে নারীর মাধ্যমে বলা হয়েছে স্বপ্ন পূরণের গল্প।’ কাজী নওশাবা আহমেদ ছাড়াও এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইনসহ অনেকে। সংগীত পরিচালনায় চিরকুট ব্যান্ডের সুমী। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফাহমিদুর রহমান ও আহমেদ খান হীরক।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর