সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

এন্ড্রু স্মরণে কনকচাঁপা...

শোবিজ প্রতিবেদক

এন্ড্রু স্মরণে কনকচাঁপা...

১৫ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছিলেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। ৪ নভেম্বর ছিল কিংবদন্তি এই কণ্ঠশিল্পীর তৃতীয় জন্মদিন। এন্ড্রু কিশোরের অন্যতম সহশিল্পী কনকচাঁপা। তাঁরা জুটি বেঁধে বহু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। প্লেব্যাক সম্রাটকে নিয়ে এ গায়িকা কিছুটা আক্ষেপের সুরেই তাঁকে স্মরণ করলেন। বললেন, ‘আমাদের একজন কিশোরদা ছিলেন, যিনি আমাদের অনেক দিয়েছেন। কিন্তু আমরা কি তাঁকে সঠিক সম্মান দিয়েছি? স্টেডিয়ামে বিশাল করে একটা এন্ড্রু কিশোর নাইট করে রাতভর তাঁর গান পেটভরে, হৃদয়ভরে শুনেছি! এখন কোটিবার উচ্চারণ হয় ‘বড্ড অপূরণীয় ক্ষতি’ হয়ে গেল! তাতে তাঁর আর কিছুই আসে যায় না। যায় কি?’ যদিও এন্ড্রুকে নিয়ে মুগ্ধতার কথাও প্রকাশ করেন কনকচাঁপা।

 

সর্বশেষ খবর