সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রাচ্যনাটের আগুনযাত্রা

শোবিজ প্রতিবেদক

এই নভেম্বর মাসে তিন নাটক নিয়ে মঞ্চে থাকবে প্রাচ্যনাট। নাটকগুলো হলো- ‘খোয়াবনামা’, ‘আগুনযাত্রা’ ও ‘কইন্যা’। এদিকে প্রাচ্যনাটের ৪১তম প্রযোজনা ‘আগুনযাত্রা’। নাটকটির গল্প গড়ে উঠেছে উমা নামে এক চরিত্রকে কেন্দ্র করে। উমার গবেষণার বিষয় হিজড়া বা রূপান্তরকামী মানুষ। এ গবেষণার সূত্র ধরে কমলা হিজড়ার হত্যাকান্ডের সূত্র খুঁজে পায় উমা। গবেষণা করতে গিয়ে উমা জড়িয়ে পড়ে এ সম্প্রদায়ের মানুষের সঙ্গে মায়া আর দায়িত্বের বন্ধনে। ভারতীয় নাট্যকার মহেশ দাত্তানির লেখা ‘সেভেন স্টেপ অ্যারাউন্ড দ্য ফায়ার’ থেকে নাটকটি অনুবাদ করেছেন শহীদুল মামুন। রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। অভিনয়ে শাহেদ আলী, ফরহাদ হামিদ, সানজিদা প্রীতি, শারমিন আক্তার শর্মি, প্রদ্যুৎ কুমার ঘোষ, ডায়ানা ম্যারলিন প্রমুখ। আগামী ১০ নভেম্বর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে দেখা যাবে নাটকটি।

 

সর্বশেষ খবর