মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

আবারও জাতীয় মঞ্চে পূর্ণিমা

শোবিজ প্রতিবেদক

আবারও জাতীয় মঞ্চে পূর্ণিমা

আবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের মঞ্চ আলোকিত করবেন ঢাকাই চলচ্চিত্রের অনিন্দ্যসুন্দরী নায়িকা পূর্ণিমা। আগেও তিনি কয়েকবার এই মঞ্চে আলো জ্বালিয়েছিলেন। তাঁর সাবলীল ও চমকিত উপস্থাপনার কারণে দর্শক ও আয়োজকরা যেন পূর্ণিমার আলোতেই বারবার স্নাত হতে চান। চলতি সপ্তাহে ঘোষণা করা হয়েছে ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের নাম। আগামী ১৪ নভেম্বর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে পূর্ণিমার সঙ্গে আরও আলোর ঝলক তুলবেন চিত্রনায়ক ফেরদৌস। তথ্য মন্ত্রণালয় ও বিটিভির বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পূর্ণিমা জানিয়েছেন, তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান উপস্থাপনার জন্য সম্মতি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাকে প্রস্তাব দিয়েছে বিটিভি থেকে। আমি সম্মতি জানিয়েছি। আমার সঙ্গে উপস্থাপনা করছে ফেরদৌস। চেষ্টা করব দর্শকদের সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিতে।’ এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী। ‘হাওয়া’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তাঁকে সেরা নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে সেরা অভিনেত্রী হয়েছেন যৌথভাবে জয়া আহসান (বিউটি সার্কাস) ও রিকিতা নন্দিনী শিমু (শিমু)। আজীবন সম্মাননা পাচ্ছেন প্রখ্যাত অভিনয়শিল্পী খসরু ও রোজিনা। এদিকে প্রায় চার মাস পর আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন পূর্ণিমা। তবে কোনো সিনেমা নিয়ে নয়, আগের চুক্তিবদ্ধ একটি প্রসাধনী পণ্যের অনলাইন বিজ্ঞাপনের শুটিংয়ে সম্প্রতি অংশ নিয়েছেন তিনি। শিগগিরই এগুলো প্রকাশ্যে আসবে বলে জানিয়েছেন এ নায়িকা। অন্যদিকে তাঁর অভিনীত দুটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। একটি হচ্ছে ছটকু আহমেদের ‘আহারে জীবন’, অন্যটি নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’। ‘জ্যাম’ নামে একটি সিনেমায়ও কাজ করছেন তিনি। তবে সিনেমাটির কাজ শেষ হয়নি। কবে শেষ হবে তাও নিশ্চিত করে বলতে পারেননি পূর্ণিমা।

 

সর্বশেষ খবর