বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

জলের কন্যা মিম...

আলাউদ্দীন মাজিদ

জলের কন্যা মিম...

‘আমার আছে জল, আমার আছে জল, সেই জল যেন পদ্মপুকুর, মেঘলা আকাশে মধ্যদুপুর, অচেনা এক বনবাসি সুর বিষাদে কোমল’... ২০০৮ সালে বড় পর্দায় উঠল পদ্মপুকুরের ঢেউ। মেঘলা আকাশে মধ্যদুপুরে মেঘ সরিয়ে সূর্য হয়ে হেসে উঠল মিম নামের এক কন্যা, তাঁকে আমরা ডাকি ‘জলকন্যা’ নামে। এই কন্যাটি আর কেউ নন, লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিদ্যা সিনহা মিম। ২০০৭ সালে সুন্দরী খেতাব জয়ের পর সহজেই নজর কাড়লেন কলমের জাদুকর কথাসাহিতিক হুমায়ূন আহমেদের। ২০০৮ সালে এই অমর কথাসাহিত্যিক বড় পর্দায় জল আনলেন অপ্সরা মিমকে দিয়ে। ‘আমার আছে জল’ মুক্তি পাওয়ার পর জলকন্যা মিমের শুধুই সাফল্যের জল গড়িয়ে যাওয়ার পালা। দর্শক-নির্মাতার হৃদয়ে তাঁর অবস্থান বেশ পোক্ত হয়ে গেল। নাচে-গানে অভিনয়ে মনের উঠান কাঁপানো ঝড় তুললেন তিনি। সেই ঝড়ের ঝাপটা গিয়ে ওপার বাংলাও লন্ডভন্ড করে দিল। টালিগঞ্জ সুপারস্টার জিতের সঙ্গে সুলতান ছবিতে এসে ওপার বাংলার পর্দায়ও অভিনয় আর রূপের ছটা ছড়ালেন মিম। এবার ২৪ নভেম্বর জিতের ‘মানুষ’ নিয়ে আবার পর্দায় আবেদন ছড়ানোর পালা জলকন্যা মিমের। এমনিতেই নভেম্বর মাসটি এই সুন্দরীতমা নায়িকার জন্য খুবই গুরুত্বপূর্ণ মাস। কারণ ১০ নভেম্বর মিমের আলোয় উদ্ভাসিত হয়েছিল ধরণি। জয়তু জলকন্যা মিম। শুভ জন্মদিন তোমার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর