বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সুচিত্রা সেনের বাড়ি সংস্কার

শোবিজ প্রতিবেদক

বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের পাবনার পৈতৃক বাড়িটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সোমবার বিকালে জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান শহরের হেমসাগর লেনে অবস্থিত বাড়িটি পরিদর্শন করেন। পরে তিনি সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের নেতাদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। সুচিত্রা সেনের বাড়িটি কীভাবে সংগ্রহশালা হিসেবে আরও সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সরকারের কাছে সংগ্রহশালা করার যে প্রস্তাব রয়েছে তা বাস্তবায়নের জন্য করণীয় নির্ধারণ করা হয়। বাড়িটি ঠিক রেখে বর্তমানে সংস্কারের জন্য এনডিসি মোহাম্মদ আবুল হাছানাত এবং পরিষদের পক্ষ থেকে ড. নরেশ মধুকে সহযোগিতার জন্য দায়িত্ব দেওয়া হয়। এ সময় ড. নরেশ মধু সুচিত্রা সেনকন্যা মুনমুন সেনের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় করার সংযোগ স্থাপন করে দেন। পরস্পর মতবিনিময় করেন এবং জেলা প্রশাসক মুনমুন সেনকে পাবনায় তাঁর পৈতৃক বাড়িটি দেখার জন্য আমন্ত্রণ জানান। ১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনা জেলার হেমসাগর লেনের ওই বাড়িতে জন্মগ্রহণ করেন সুচিত্রা সেন।

সর্বশেষ খবর