শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সেই জুহি চাওলা এখন

সেই জুহি চাওলা এখন

বলিউড অভিনেত্রী জুহি চাওলা ১৯৮৪ সালে মিস ইন্ডিয়া সুন্দরী প্রতিযোগিতা জিতেন। ১৯৮৬ সালে ‘সুলতানাত’ ছিল তাঁর প্রথম ছবি। ১৯৮৮ সালে ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবির মাধ্যমে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠেন; কিন্তু ১৯৯৫ সালে বিয়ের পর অভিনয়জীবন থেকে সরে যান জুহি। চলতি মাসের ১৩ তারিখ জুহির জন্মদিনের আগেই তাঁর সাতসতেরো তুলে ধরেছেন- আলাউদ্দীন মাজিদ

জুহির মনোমুগ্ধকর হাসি শত শত দর্শকের মন কেড়ে নিতে সক্ষম। বলিউড দুনিয়ায় সুন্দরী অভিনেত্রীদের মধ্যে জুহি চাওলা অন্যতম। বর্তমানে সময়ের সঙ্গে মুখে বয়সের ছাপ পড়লেও তাঁর রূপের ঔজ্বল্যে কিন্তু এতটুকু ভাটা পড়েনি। তাঁর সেই মনকাড়া হাসি আজও একই রকম অমলিন রয়েছে। অন্য অভিনেতা-অভিনেত্রীর মতো জুহিকে জনপ্রিয়তার দৌড়ে, সফলতার দৌড়ে সেভাবে কখনো লড়াই করতে হয়নি। জুহি নিজের অসাধারণ অভিনয় দক্ষতাকে কাজে লাগিয়ে দর্শককে একের পর এক ছবি উপহার দিয়ে গেছেন। সফলতার উচ্চ শিখরে পৌঁছে তিনি কিছুটা ঘাবড়ে যান আর কোনো চিন্তাভাবনা না করেই ছবিতে সম্মতি দিতে থাকেন। তিনি শুধু চিত্রনাট্যের ওপর গুরুত্ব দিয়ে ছবিতে সম্মতি দিতেন আর তাতেই তার বেশ কিছু কাজ, বেশ কিছু ছবি বক্স অফিসে বাজেভাবে অসফলতা লাভ করে। যা জুহি চাওলার মতো একজন অভিনেত্রীর কাছে খুবই দুঃখজনক ছিল। তবে খুব বেশি দিন এই অভিনেত্রী পর্দায় থাকেননি। অল্প সময়েই তিনি পর্দা থেকে এক প্রকার অবসর গ্রহণ করেছিলেন। কর্মজীবনে সফলতার উচ্চ শিখরে পৌঁছে তিনি নিজেকে রুপালি পর্দা থেকে বিরত করে নেন। ১৯৯৫ সালে অভিনেত্রী বিয়ে করেন অভিনয় জগতের বাইরের একজন মানুষকে। শিল্পপতি জয় মেহেতার সঙ্গে। জয় মেহেতার সঙ্গে জুহির অনেক দিনের সম্পর্ক ছিল, এ কথা তিনি নিজে জানিয়েছিলেন। অভিনয় জগতে আসার আগে থেকেই তারা পরিচিত ছিলেন। বলিউডে এমন অনেক সুন্দরী অভিনেত্রী আছেন যারা বিয়ে করে সুখে সংসার করছেন এখন। এদের মধ্যে একজন হলেন জুহি চাওলা। অভিনয় এবং সৌন্দর্যের নিরিখে জুহি তাঁর সমকালীন সময়ের অভিনেত্রীদের থেকে এগিয়ে ছিলেন। জুহি চাওলার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে খুবই আগ্রহী তাঁর ভক্তরা। শোনা যায়, তিনি নাকি টাকার লোভে পড়ে এক বৃদ্ধ ব্যক্তিকে বিয়ে করেন। এমনকি ওই বৃদ্ধের দ্বিতীয় স্ত্রী হতেও রাজি হয়ে গিয়েছিলেন বলিউডের এই সুন্দরী নায়িকা। জুহি এবং তাঁর স্বামী জয় মেহেতার মধ্যে বয়সের বেশ পার্থক্য রয়েছে। ১৯৯৫ সালে শিল্পপতি জয় মেহেতাকে বিয়ে করেন জুহি চাওলা। সেই সময় বলিউডের সেরা সুন্দরী নায়িকা ছিলেন জুহি। অন্যদিকে শিল্পপতি মহলে বেশ নামডাক ছিল জয় মেহেতার। জয় মেহেতা যশ বিড়লার বোন সুজাতাকে বিয়ে করেছিলেন। কিন্তু ১৯৯০ সালে তার স্ত্রী একটি বিমান দুর্ঘটনায় মারা যান। জয় মেহেতা এরপর জুহিকে বিয়ে করেন। জুহি চাওলার বর্তমান বয়স ৫৫ বছর, আর তার স্বামীর বয়স ৬২ বছর। জয় মেহেতা এখন দুটি বহুজাতিক কোম্পানির মালিক। সৌরাষ্ট্র সিমেন্ট লিমিটেড এবং গুজরাট সিন্ধি সিমেন্ট লিমিটেডের মালিক এখন তিনি। সেই সঙ্গে কলকাতা নাইটরাইডার্সের সহ-মালিক তিনি। জয় এবং জুহি চাওলার দুই সন্তান জাহ্নবী মেহেতা এবং অর্জুন মেহেতা। জুহি চাওলা তাঁর বিয়ের পর ছয় বছর পর্যন্ত বিয়ের খবরটা লুকিয়ে রেখেছিলেন। এরপর যখন তাঁর এবং জয় মেহেতার বিয়ের খবর জানাজানি হয় তখন তাঁকে অনেক কটূক্তি শুনতে হয়েছিল। সবাই বলতে শুরু করেন টাকার লোভেই নাকি জুহি জয়কে বিয়ে করেন। আবার কেউ কেউ জয়ের মাথায় চুল কম দেখে তাকে বৃদ্ধ বলতে শুরু করেন। তবে যে যা-ই বলুক, নিন্দুকের মুখে ছাই দিয়ে দুই যুগেরও বেশি সময় ধরে শান্তির সংসার করে যাচ্ছেন জুহি চাওলা। এই তো গেল ব্যক্তি জুহির গল্প। কিন্তু তাঁর কর্মজীবনটা কেমন চলছে। সে কথাই এবার শোনা যাক, বলিউড অভিনেত্রী জুহি চাওলা এই মুহূর্তে আঠারো বছর বয়সী কোনো কিশোরের মায়ের ভূমিকায় অভিনয় করতে চান না। কেননা তিনি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে ভালোবাসেন। আর তাই তাঁর কাছে এ ধরনের একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব এলেও তা ফিরিয়ে দিয়েছেন। পরে এ ধরনের চরিত্রে অভিনয়ে তাঁর আপত্তির কারণ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন মিডিয়ার কাছে। জুহি বলেছেন, ‘উঠতি বয়সীর মায়ের চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়েছি আমি। কিন্তু এ মুহূর্তে এ ধরনের চরিত্রে অভিনয় করতে চাই না’। তবে ভবিষ্যতে তিনি এ ধরনের চরিত্রে অভিনয় করবেন বলে জানান। জুহি আরও বলেন, ‘আমি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই। আমার বয়সের কথা ভেবেই চরিত্রটিতে অভিনয় করছি না। কারণ এখন এ ধরনের চরিত্রে অভিনয় করলে চরিত্রটিতে আমাকে মানাবে না। এখন আমি যদি কোনো ১৮ বছর বয়সী সন্তানের মায়ের ভূমিকায় অভিনয় করি তাহলে সেটা হবে একবারেই বেমানান। তাই এ মুহূর্তে ঘরকন্না নিয়েই ব্যস্ত থাকতে চাই আমি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর