শিরোনাম
শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

লীলাবতী নাগকে নিয়ে তথ্যচিত্র

শোবিজ প্রতিবেদক

বিপ্লবী লীলাবতী নাগের জীবন ও কর্ম নিয়ে তথ্যচিত্র ‘লীলাবতী নাগ : দ্য রেবেল’। তথ্যচিত্রের গবেষণা, স্ক্রিপ্ট, পরিকল্পনা ও প্রযোজনা করেছেন এলিজা বিনতে এলাহী। পরিচালনায় আবু রেজওয়ান নাসির। সম্প্রতি ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। এ প্রদর্শনীর আয়োজক ছিল ‘কোয়েস্ট অ্যা হেরিটেজ জার্নি অব বাংলাদেশ’। লীলাবতী নাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকোত্তর ডিগ্রিধারী নারী শিক্ষার্থী। ইংরেজি বিভাগে তার ভর্তির মাধ্যমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা প্রচলন শুরু হয়। একাধারে তিনি ছিলেন সমাজ সংস্কারক, নারী শিক্ষার প্রচলনকারী, নারীদের স্বাবলম্বী করার কারিগর এবং ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী। প্রযোজক এলিজা বিনতে এলাহী বলেন, ‘লীলাবতী নাগকে নিয়ে বেশকিছু গবেষণা, প্রবন্ধ ও বই থাকলেও এটিই প্রথম পূর্ণাঙ্গ তথ্যচিত্র। লীলাবতী নাগের ছেলের সাক্ষাৎকার আছে এখানে। বাংলাদেশ-কলকাতায় তার স্মৃতিবিজড়িত স্থানগুলোয় গিয়ে শুটিং করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এ তথ্যচিত্রে।’

সর্বশেষ খবর