শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

এ আর রহমানকে কবীর সুমন

শোবিজ প্রতিবেদক

এ আর রহমানকে কবীর সুমন

‘পিপ্পা’ সিনেমার জন্য এ আর রহমান কাজী নজরুল ইসলামের ‘লৌহ কপাট’ গানটির বিতর্কে এবার যোগ দিলেন কবীর সুমন। শুক্রবার সকালে ফেসবুক লাইভে আসেন শিল্পী। ফেসবুক লাইভে ‘লৌহ কপাট’ বিতর্কে তাঁর অবস্থান স্পষ্ট করেন। এ আর রহমানের প্রতি তাঁর অনুরাগের কথা জানান। কিন্তু এই রহমানই ‘লৌহ কপাট’-এর এমন সুর দিলেন! কবীর সুমন হতবাক! সুমন বলেন, যারা গানের লিরিক দিলেন তারা টাকা পেলেন। খুব ভালো কথা। টাকা সবার দরকার। এখানে কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ কি একবারও রহমানকে বলে দেননি, কোন গানের রিমেক তিনি করেছেন! এ গানের ইতিহাস রহমান জানেন? কবীর সুমন আরও বলেন, গানের অর্থটা জানার চেষ্টা করেছেন রহমান? ধরে নিন এটা কাজী নজরুল ইসলামের লেখা নয়, তবুও কি গানের কথাগুলোর মানে বোঝা উচিত ছিল না? লিরিক শুনেই তো সুরটা দিতে হবে। তবে আজকাল এমনই গান হচ্ছে। যা শুনলে মনে হয়, মিক্সারের ভিতর সিমেন্ট, পাথর সব একসঙ্গে ঘুরছে। লৌহ কপাটের রিমেকও তাই! তবে ইনিই তো দিল হ্যায় ছোটা সা তৈরি করেছিলেন, সেই মানুষটা লৌহ কপাটের এমন সুর দিলেন! কেউ কি ছিলেন না, যে লৌহ কপাটের ইতিহাস রহমানকে বলে দেবেন যে এ গানটার সঙ্গে একটা জাতির সংগ্রাম জড়িয়ে রয়েছে। বাংলাদেশের মানুষের কাছে একটা আবেদনও রাখলেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর