শিরোনাম
রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলেন শাকিরা

শোবিজ ডেস্ক

গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলেন শাকিরা

২৪তম লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসে তিনটি পুরস্কার জিতলেন শাকিরা। এগুলো নিজের দুই সন্তান মিলান ও সাশাকে উৎসর্গ করেছেন তিনি। কলম্বিয়ান এই পপতারকা বলেন, ‘আমি ওদের কথা দিয়েছি হাসিখুশি থাকব।’ আর্জেন্টাইন ডিজে বিজার‌্যাপের সঙ্গে শাকিরার যৌথ গান ‘শাকিরা : বিজার‌্যাপ মিউজিক সেশনস, ভলিউম. ফিফটি থ্রি’ জিতেছে সং অব দ্য ইয়ার (বর্ষসেরা গান) এবং পপ সং অব দ্য ইয়ার (বর্ষসেরা পপ গান) পুরস্কার। এ ছাড়া ৪৬ বছর বয়সী এই গায়িকা ‘টিকিউজি’ গানের সুবাদে ক্যারল জির সঙ্গে পেয়েছেন বেস্ট আরবান/ফিউশন পারফরম্যান্স স্বীকৃতি। জীবনের কঠিন মুহূর্ত নিয়েও কথা বলেছেন শাকিরা। তাঁর কথায়, ‘পুরস্কারগুলো স্প্যানিশ শ্রোতাদের সঙ্গেও ভাগ করে নিতে চাই, যারা আমার সুসময় ও দুঃসময়ে পাশে ছিলেন। স্পেনে আমি যেসব দুঃসহ ও কঠিন মুহূর্ত পার করেছি, তখন আমার প্রতি সবার ভালোবাসা ও সমর্থন অব্যাহত ছিল।’

সর্বশেষ খবর