বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

নায়িকা বনশ্রী থাকেন আশ্রয়ণের ঘরে

বেলাল রিজভী, মাদারীপুর

নায়িকা বনশ্রী থাকেন আশ্রয়ণের ঘরে

নব্বইয়ের দশকে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে সোহরাব রুস্তম চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় চিত্রনায়িকা বনশ্রীর। ১৯৯৬ সালে মুক্তি পায় তাঁর দ্বিতীয় সিনেমা ‘মহাভূমিকম্প’। এই সিনেমায় দুই নায়ক মান্না ও আমিন খানের বিপরীতে অভিনয় করেন তিনি। সে সময় আরও অনেক নায়কের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। বিস্ময়কর হলেও এটাই সত্যি। একসময়ের এই পর্দা কাঁপানো নায়িকা অভাব-অনটনে পড়ে এখন বাস করেন সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে। মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে থাকেন বনশ্রী। মানুষ বনশ্রী নামে চিনলেও তাঁর আসল নাম সাহিনা সিকদার। শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের সিকদারকান্দি গ্রামে তাঁর বাড়ি। বাবা মজনু সিকদার ওরফে মজিবুর রহমান সিকদার ঠিকাদারি করার কারণে সাত বছর বয়সেই শিবচর থেকে পাড়ি জমান রাজধানীতে। ইটপাথরের নগরীতে এসে নাম লেখান সিনেমায়। জনপ্রিয়তাও পান। তবে সুখের সময়টা খুব বেশি দিনের ছিল না। একটা সময় সিনেমা থেকে সরে যান। এরপর দারিদ্র্যের কবলে পড়ে বাস করেন এক বস্তিতে।

তিনি কাজ করেছেন প্রায় ১০টি সিনেমায়। একসময় ঝামেলায় পড়ে বাদ দিতে হয়েছে সিনেমা জগৎ। চিত্রজগৎ ছেড়ে দেওয়ার পর আর্থিক অনটনের কারণে কিছুদিন ঢাকার শাহবাগের ফুল মার্কেটে ফুলের ব্যবসা করেছেন। বিভিন্ন বাসে করেছেন হকারি, বিক্রি করেছেন নামাজ শিক্ষার বইও। তীব্র অভাব-অনটনের মধ্যে জীবনের ঘানি টানতে না পেরে করোনা মহামারির পর চলে আসেন নিজ উপজেলা শিবচরে। তিনি আরও জানান, তাঁর দুই ছেলেমেয়ে। এই চিত্রনায়িকা বলেন, এখন কষ্ট করেই দিন যাচ্ছে। মাঝেমধ্যে রাজনৈতিক মিটিংয়ে যাই। ছেলেটা পঞ্চম শ্রেণিতে পড়ে, ওকে সময় দিই। আমি ঘরে সেলাইয়ের কাজ করি। তাঁর দুর্দিনে পাশে দাঁড়ান শেখ হাসিনার সরকার। বছরকয়েক আগে প্রধানমন্ত্রী তাঁর হাতে তুলে দেন ২০ লাখ টাকা। এতেও অভাব ঘোচেনি। স্থায়ী ঘর না থাকায় অস্বস্তিতে ছিলেন। সবশেষে ঠাঁই হয় আশ্রয়ণ প্রকল্পের ঘরে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় শিবচর উপজেলার প্রত্যেকটি ভূমিহীন ও গৃহহীন মানুষকে পুনর্বাসিত করা হয়েছে। সেই প্রকল্পের আওতায় ঘর পেয়েছেন বনশ্রী।

সর্বশেষ খবর